www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছাইবাজি

সবাই লিখছে,কেউ লিখে ঝরাচ্ছে আগুন ,কেউ বা ঝরাচ্ছে বৃষ্টি।

কেউ বোঝাচ্ছে বিপ্লব সমাজতন্ত্র, কারোর আবার গনতন্ত্রের দিকে দৃষ্টি।

আমিও লিখবো, কিন্তু ভাবছি আমি ঝরাতে ঠিক কি চাই,

কি ঝরায়ে স্মৃতির ক্ষত কমাবো, বলতে পারিস তাই?

ঝরালে আগুন,সেই আগুনে পুড়ে স্মৃতিরা হবে দগদগে ঘা,

তার আবার ভীষন জ্বালা ভীষন ব্যাথা,সহজে সারার না।

বৃষ্টি ঝরালে সেই বৃষ্টিতে ভিজে স্মৃতিরা সজীব সবুজ হবে,

ঝলমলে সেই স্মৃতি চাপা পড়ে মরবই বুঝি তবে!

বিনিদ্র রাতে আমি তাই ঠিক করেছি অনেক চিন্তেভেবে,

ঝরাতে হবে এমন কিছু যা তোর স্মৃতিকে চাপা দেবে।

তাহলে কি এমন কিছুই বাকি নাই,যা আমি ঝরাতে চাই!

তখনই দেখি সহজলভ্য বিনামূল্যের ছাই,আমি ছাই ঝরাবো তাই।

ধূসর থেকে ধূসরতর, রাশি রাশি আর কাঁড়ি কাঁড়ি।

ছাই ঝরাবো সারা মন জুড়ে,ছাই এ ভরাবো ঘড়বাড়ি।

সেই ছাইয়ের নীচে হারিয়ে যাবেই পুরানো স্মৃতি আর ব্যাথা,

ছাইয়ের গাদাতেই চাপা দেব আজ তোর সেদিনের সব কথা।

ছাইয়ের গাদায় যেন ফের তোকে আমি খুঁজে আর না পাই।

তাহলে ওই কথাই রইল, আজ থেকে আমি দুহাতে ছড়াবো শুধুই ছাই.....
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৯/১১/২০১৭
    অনন্য, ভাল লাগা, মন কাড়া।
    শুভেচ্ছা প্রিয় কবি।
  • সুজয় সরকার ১৯/১১/২০১৭
    ছাইচাপা আগুন,তবে ছাইচাপা দিয়ে পরে খুঁজে দেখবেন জানেনই তো 'যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ ভাই মিলিলেও মিলিয়ে পারে অমূল্য রতন'।আপনার মনে ওঠা ঝড়ের অনুমান করি তবে তাতে 'ঝরা'কে 'ঝড়া' না করাই সঙ্গত।পুড়ে যাওয়ার পরে নামের আগে ঁ বসে তবে সেটার জন্য পুঁড়ে লিখবেন না।
 
Quantcast