এক ফোটা চোখের জল
এক ফোটা চোখের জল
- প্রিন্স পিয়াস
যদি ফিরে না আসি ঘরে,
পড়ি যদি মহা কোন ঝড়ে,
তলিয়ে যাই যদি অতল জলে,
যদি ঘুমিয়ে পড়ি অগচরে,
কোন রাস্তায় কিম্বা গাড়ীর তলে,
যদি ব্যধি কিংবা শঙ্কা ফেলে জ্বরে,
শুইয়ে দেয় মোরে নিদ্রিতদের দলে,
যদি বিরহের আগুনে পুরে ছাই হই,
ভুলে যায় আমায় সবে মিথ্যা ছলে,
সিক্ত করো আমায় তুমি, যদি পারো
একটি ঝরা ফুলে,
কিংবা এক ফোটা চোখের জলে।
- প্রিন্স পিয়াস
যদি ফিরে না আসি ঘরে,
পড়ি যদি মহা কোন ঝড়ে,
তলিয়ে যাই যদি অতল জলে,
যদি ঘুমিয়ে পড়ি অগচরে,
কোন রাস্তায় কিম্বা গাড়ীর তলে,
যদি ব্যধি কিংবা শঙ্কা ফেলে জ্বরে,
শুইয়ে দেয় মোরে নিদ্রিতদের দলে,
যদি বিরহের আগুনে পুরে ছাই হই,
ভুলে যায় আমায় সবে মিথ্যা ছলে,
সিক্ত করো আমায় তুমি, যদি পারো
একটি ঝরা ফুলে,
কিংবা এক ফোটা চোখের জলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।