ওহে রমনী
কোন এক রোমাঞ্চকর সাঁঝের বেলায়
তুমি এসেছিল আমার হৃদয় মাঝারে।
নীল আকাশ ভরা নীল রঙ্গের শাড়ি আর
কানাই সন্নিহিত রক্তজবা পরে।
জানো কি? তাকিয়ে ছিলাম তোমার দিকে
এক আকাশ বিস্ময়ভরে দু'চোখে !
ওহে নারী, শাড়ি তোমার অহংকার,
তাতেই রুপ ঝরে সারাটি অবয়বে।
ভেবেছিলাম আমি, একা একাই
বাকী জীবনটা করে দিবো পার,
কিন্তু তোমার সৌন্দর্য যে আমায়
করে তুলছে উদ্দীপ্ত বারংবার!
কিছুই যে ঢুকছে না বিভ্রান্ত মস্তিষ্কে
ভেবে পাচ্ছে না কূল, এই মুহূর্তে
বলব কি ভালোবাসি তোমায়
নাকি জীবন জীবনের মতই চলবে?
অতঃপর,
আমি রাস্তার ধারে দাঁড়িয়ে এই কথা ভাবছি আর,
আনমনে, একের পর এক বাদাম খাচ্ছি লাগাতার।
তুমি এসেছিল আমার হৃদয় মাঝারে।
নীল আকাশ ভরা নীল রঙ্গের শাড়ি আর
কানাই সন্নিহিত রক্তজবা পরে।
জানো কি? তাকিয়ে ছিলাম তোমার দিকে
এক আকাশ বিস্ময়ভরে দু'চোখে !
ওহে নারী, শাড়ি তোমার অহংকার,
তাতেই রুপ ঝরে সারাটি অবয়বে।
ভেবেছিলাম আমি, একা একাই
বাকী জীবনটা করে দিবো পার,
কিন্তু তোমার সৌন্দর্য যে আমায়
করে তুলছে উদ্দীপ্ত বারংবার!
কিছুই যে ঢুকছে না বিভ্রান্ত মস্তিষ্কে
ভেবে পাচ্ছে না কূল, এই মুহূর্তে
বলব কি ভালোবাসি তোমায়
নাকি জীবন জীবনের মতই চলবে?
অতঃপর,
আমি রাস্তার ধারে দাঁড়িয়ে এই কথা ভাবছি আর,
আনমনে, একের পর এক বাদাম খাচ্ছি লাগাতার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ ফারুক হোসেন ২০/১২/২০১৮চমৎকার কবিতা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/১২/২০১৮Good..