জীবন বড় অদ্ভুত।
আজ মনটা ভীষন খারাপ
দূর আকাশের মেঘগুলো খুব শান্ত,
আকাশ আমাকে অনেক ভালবাসে
তাই হয়ত সেও আজ ক্ষান্ত।
রক্ত কণিকারা ব্যাথায় জর্জরিত
এই চঞ্চল মস্তকের শিরায় শিরায়,
ফেলে আসা অতীতের সেই
স্মৃতিগুলো হঠাত যেন ডাকছে আমায়!
এটা সত্যিই বিস্ময়কর ব্যাপার
জীবনটা হুট করে পাল্টে যায়!
আজকের এই আনন্দঘন মুহূর্তগুলো
আগামীকালকে সব গত হয়ে যায়।
কেবল ব্যাথাগুলো পড়ে থাকে
হৃদয়ের কোন এক বদ্ধ কোণে।
মাঝে মাঝে অনুভবে একাকীত্বে
বিষন্নতা ছড়ায় পুরো মন জুড়ে।
প্রতিটি মানবের জীবন যুদ্ধে
পরাজিত হওয়ার আড়ালে ঢাকা রয়,
এক আকাশ ব্যর্থতার গল্প।
আমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়।
জানিনা কবে যে সূর্যটাও
নতুন করে আবার উদীত হবে!
সেই গল্পটাও শোনাব তোমাদের
নতুন কোন এক শান্ত বিকেলে।
দূর আকাশের মেঘগুলো খুব শান্ত,
আকাশ আমাকে অনেক ভালবাসে
তাই হয়ত সেও আজ ক্ষান্ত।
রক্ত কণিকারা ব্যাথায় জর্জরিত
এই চঞ্চল মস্তকের শিরায় শিরায়,
ফেলে আসা অতীতের সেই
স্মৃতিগুলো হঠাত যেন ডাকছে আমায়!
এটা সত্যিই বিস্ময়কর ব্যাপার
জীবনটা হুট করে পাল্টে যায়!
আজকের এই আনন্দঘন মুহূর্তগুলো
আগামীকালকে সব গত হয়ে যায়।
কেবল ব্যাথাগুলো পড়ে থাকে
হৃদয়ের কোন এক বদ্ধ কোণে।
মাঝে মাঝে অনুভবে একাকীত্বে
বিষন্নতা ছড়ায় পুরো মন জুড়ে।
প্রতিটি মানবের জীবন যুদ্ধে
পরাজিত হওয়ার আড়ালে ঢাকা রয়,
এক আকাশ ব্যর্থতার গল্প।
আমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়।
জানিনা কবে যে সূর্যটাও
নতুন করে আবার উদীত হবে!
সেই গল্পটাও শোনাব তোমাদের
নতুন কোন এক শান্ত বিকেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/১২/২০১৮valo
-
মুন্সি আব্দুল কাদির ১৮/১২/২০১৮বন্ধু প্রভুর শুকরিয়া থাকলে দুখের চেয়ে সুখের দিনগুলোই যে বেশী মনে পড়ে l কেননা দুখের চেয়ে সুখের পরিমাণ অনেক অমেক বেশী l অনেক অনেক শুভেচ্ছা কবি l
-
মনিরুজ্জামান/জীবন ১৮/১২/২০১৮চমৎকার।