পথশিশু
পথশিশু
-মোঃআসাদুজ্জামান লিংকন
এক পথশিশুর জীবন যুদ্ধ কঠিন সংগ্রামে
অযত্নে অবহেলায় বেড়ে ওঠে ফুটপাতে-রেল স্টেশনে।
কোন ভালবাসার সংস্পর্শ ছাড়াই
টোকাই কিংবা পথশিশু এই তার পরিচয়।
অবহেলিত শৈশবের এ গ্লানিময় বাস্তবতা
সুবিধাবঞ্চিত এসব শিশুদের নিয়ে নেই কারো মাথা ব্যাথা।
শুধু বাচার জন্য চাই এক মুঠো ভাত
আমরা কি পারিনা বাড়িয়ে দিতে সহযোগিতার হাত।
বঞ্চিত সকল প্রকার মৌলিক অধিকার,
তাদেরও তো আছে বাঁচার অধিকার।
কখনো বৃষ্টিতে সে-কখনো রোদ্রে হাহাকার
কখনো ধুলোয় লুটিয়ে দেহ-মাটি করে একাকার।
কাঁধে ব্যাগ নিয়ে ব্যস্ত তারা কাগজ কুড়াতে
যদিও বই থাকার কথা ছিল তার হাতে
এক সময় নিয়তি তাদের ঠেলে দেয় অন্ধকার গলির পথে।
তারাতারি বিদেয় করি থাপ্পর দিয়ে গালে
গালি দেই ওদের বস্তির ছেলে বলে।
বই খাতা কলম থাকে ওদের থেকে দূরে
ওদের প্রতি নজর দিলে ওরাও কাজে লাগতে পারে।
দু’মুঠো ভাত জুটবে কি না এটা নিয়েই যাদের সংশয়
এইসব অসহায় পথশিশুের ও আছে হৃদয়
পথে পথে ঘুরে বেড়ায় তারা বড়ই অসহায়।
হায়রে পৃথিবীর নিয়তি
দেশে সমৃদ্ধশীল মানুষের অভাব নেই,
অভাব শুধুই একটু সহানুভূতি!
কেন এমন হবে এই পথ শিশুদের জীবন?
আমরাও করতে পারি ওদের একটু আপন।
-মোঃআসাদুজ্জামান লিংকন
এক পথশিশুর জীবন যুদ্ধ কঠিন সংগ্রামে
অযত্নে অবহেলায় বেড়ে ওঠে ফুটপাতে-রেল স্টেশনে।
কোন ভালবাসার সংস্পর্শ ছাড়াই
টোকাই কিংবা পথশিশু এই তার পরিচয়।
অবহেলিত শৈশবের এ গ্লানিময় বাস্তবতা
সুবিধাবঞ্চিত এসব শিশুদের নিয়ে নেই কারো মাথা ব্যাথা।
শুধু বাচার জন্য চাই এক মুঠো ভাত
আমরা কি পারিনা বাড়িয়ে দিতে সহযোগিতার হাত।
বঞ্চিত সকল প্রকার মৌলিক অধিকার,
তাদেরও তো আছে বাঁচার অধিকার।
কখনো বৃষ্টিতে সে-কখনো রোদ্রে হাহাকার
কখনো ধুলোয় লুটিয়ে দেহ-মাটি করে একাকার।
কাঁধে ব্যাগ নিয়ে ব্যস্ত তারা কাগজ কুড়াতে
যদিও বই থাকার কথা ছিল তার হাতে
এক সময় নিয়তি তাদের ঠেলে দেয় অন্ধকার গলির পথে।
তারাতারি বিদেয় করি থাপ্পর দিয়ে গালে
গালি দেই ওদের বস্তির ছেলে বলে।
বই খাতা কলম থাকে ওদের থেকে দূরে
ওদের প্রতি নজর দিলে ওরাও কাজে লাগতে পারে।
দু’মুঠো ভাত জুটবে কি না এটা নিয়েই যাদের সংশয়
এইসব অসহায় পথশিশুের ও আছে হৃদয়
পথে পথে ঘুরে বেড়ায় তারা বড়ই অসহায়।
হায়রে পৃথিবীর নিয়তি
দেশে সমৃদ্ধশীল মানুষের অভাব নেই,
অভাব শুধুই একটু সহানুভূতি!
কেন এমন হবে এই পথ শিশুদের জীবন?
আমরাও করতে পারি ওদের একটু আপন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল বালক ২৭/০৫/২০১৭শুভ কামনা রইল হে কবি
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৫/২০১৭খুব ভালো।
-
সাঁঝের তারা ২৫/০৫/২০১৭সবার আছে বাঁচার অধিকার! সুন্দর কবিতা ...
-
আলম সারওয়ার ২৫/০৫/২০১৭অভিনন্দন