অদৃশ্য দেয়াল
অদৃশ্য দেয়াল
-মোঃআসাদুজ্জামান লিংকন
গ্রীষ্মের পড়ন্ত বিকালে তুমি
ফ্রেমে বন্দি কোন ক্যামেরায়,
মেঘের আলোয় লুকানো রোদ তুমি
অথবা বর্ষার কালো আকাশের অজানায়।
তোমার ওই মৃদু কালো চোখের ভাষা
মাতাল করা হাসি আর ভেজা চুলে হারাই দিশা
কপলের মাঝে কলো অপূর্ব ঐ তিল
গোলাপি ঠোট দুটো যেন মায়াবী স্বপ্নিল।
সব তুলনার উর্দ্ধে তুমি
তাই এ লেখাতে কোন তুলনা নেই।
আজো তোমার স্পর্শে
খুজে যাই সুখের সমস্ত গান
এখনো আছি তোমার অপেক্ষাতে
কিন্তু মাঝখানে এক অদৃশ্য দেয়াল!
হয়তো কোন এক স্বপ্নে সুখের রানী হয়ে
আমার অপূর্ণতাকে পূর্ণ করো
মনেহয় এতটা কাছে তুমি
তবু যেন স্পর্শের বাইরে!
-মোঃআসাদুজ্জামান লিংকন
গ্রীষ্মের পড়ন্ত বিকালে তুমি
ফ্রেমে বন্দি কোন ক্যামেরায়,
মেঘের আলোয় লুকানো রোদ তুমি
অথবা বর্ষার কালো আকাশের অজানায়।
তোমার ওই মৃদু কালো চোখের ভাষা
মাতাল করা হাসি আর ভেজা চুলে হারাই দিশা
কপলের মাঝে কলো অপূর্ব ঐ তিল
গোলাপি ঠোট দুটো যেন মায়াবী স্বপ্নিল।
সব তুলনার উর্দ্ধে তুমি
তাই এ লেখাতে কোন তুলনা নেই।
আজো তোমার স্পর্শে
খুজে যাই সুখের সমস্ত গান
এখনো আছি তোমার অপেক্ষাতে
কিন্তু মাঝখানে এক অদৃশ্য দেয়াল!
হয়তো কোন এক স্বপ্নে সুখের রানী হয়ে
আমার অপূর্ণতাকে পূর্ণ করো
মনেহয় এতটা কাছে তুমি
তবু যেন স্পর্শের বাইরে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আতাম মিঞা ২৩/০৫/২০১৭দেওয়াল ঘুঁচে যাক।শুভ কামনা করি
-
সাঁঝের তারা ২২/০৫/২০১৭ভাল ...