রক্ত গরম
দেশের চারিদিকে সবার রক্ত গরম
বৃষ্টি আর আবহাওয়া ঠান্ডা করতে পারছেনা
মন গরম, ভাবনা গরম সাথে কথা গরম
সাথে মাথা গরম তো আছেই ।
গরমে গরমে নেতা জ্বলে
পাহাড় জ্বলে, জ্বলে মানবতা
রক্ত গরমে জ্বলে বিবেক জ্বলে আরো জীবন
চাই স্বস্তি চাই শান্তি চাই নিরাপত্তা--কিন্তু দিবে কে?
বৃষ্টি আর আবহাওয়া ঠান্ডা করতে পারছেনা
মন গরম, ভাবনা গরম সাথে কথা গরম
সাথে মাথা গরম তো আছেই ।
গরমে গরমে নেতা জ্বলে
পাহাড় জ্বলে, জ্বলে মানবতা
রক্ত গরমে জ্বলে বিবেক জ্বলে আরো জীবন
চাই স্বস্তি চাই শান্তি চাই নিরাপত্তা--কিন্তু দিবে কে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৯/০৪/২০১৮ওহঃ দারুণ
-
এম,এ,মতিন ০৬/০৬/২০১৭লেখাটির শিরোনাম যদি "গরম প্রকৃতি "হত বেশ হত সমসাময়িক।
শুধু আমার অনুভূতি থেকে বলছি শ্রদ্ধেয়া কবি। -
এম,এ,মতিন ০৬/০৬/২০১৭এক আল্লাহ ছাড়া আর কারো সাধ্য নেই! তবে মানুষ যদি থাকে এই সমুদ্রজল সম অমানুষের ভিড়ে তবেই বদলাবে জনজীবন, মানবতার শান্তির নিশানা ধরে।
ধন্যবাদ খুব সুন্দর লিখেছেন। -
রুবেল চন্দ্র দাস ০৫/০৬/২০১৭Gorom gorom
-
মুহাম্মদ মনিরুজ্জামান ০৫/০৬/২০১৭অনেক বড় প্রশ্ন রেখে গেছেন কবি।
শুভেচ্ছা আপনাকে। -
সাঁঝের তারা ০৫/০৬/২০১৭ঠিকইতো - চারিদিকে সবাই গরম!