পরিস্থিতি
সামাজিক রাজনৈতিক পরিস্থিতি যত স্থিতিশীল হয়, জনসাধারনের মনে ততটা স্বস্থি এবং সুন্দর একটা পরিবেশ বজায় থাকে চারিপাশে । কিন্তু চারিপাশে অন্যায় অত্যাচার, রাহাজানি, শোষন নির্যাতন এগুলো চলতে থাকলে মনে শান্তি যেমন থাকেনা তেমনি সমাজে দেশে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরী হয় যা কারো জন্য মঙ্গল নয় এবং সবার উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে ।
আমাদের চারপাশ সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই কিন্তু সবাই যদি সচেতন না হয় তাহলে আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি সুন্দর হবেনা । তবে আমি সচেতন হলাম পাশের আরেকজন হলো এমন হলে সেই পরিস্থিতি কোন দিনও সুন্দর হতে পারেনা ।
এ পৃথিবী অনেক সুন্দর অথচ আমরা স্বঞ্জানে আমরা আমাদের এ সুন্দর পৃথিবীকে কলুষিত করি, পরিস্থিতিকে অস্থিতিশীল করি যা কাম্য নয় ।
আমাদের চারপাশ সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই কিন্তু সবাই যদি সচেতন না হয় তাহলে আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি সুন্দর হবেনা । তবে আমি সচেতন হলাম পাশের আরেকজন হলো এমন হলে সেই পরিস্থিতি কোন দিনও সুন্দর হতে পারেনা ।
এ পৃথিবী অনেক সুন্দর অথচ আমরা স্বঞ্জানে আমরা আমাদের এ সুন্দর পৃথিবীকে কলুষিত করি, পরিস্থিতিকে অস্থিতিশীল করি যা কাম্য নয় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৫/২০১৭সহমত।
-
পরশ ২৯/০৫/২০১৭সঠিক