সমাজকে বেশ্যালয় ঘোষণা দাও
গোলাপ ফুটলেই কামড়ে নিয়ে
কচি পাতারে দুমড়ে মুচড়ে দিয়ে
এই যে নিচ্ছো বুকের পশমে পৈশাচিক স্বাদ,
রেখ যাচ্ছ পাপের ভূমি
তাকিয়ে দেখ নরকে তুমি,
নিজ মেয়ের কাপড় টেনেই নিও সুখের ভাগ।
চুপ করে যারা ভাবছি
ঘরের কোণে তো ভালো থাকছি,
আদতে, বেহায়া হওয়ার অভিনয় করছি।
জঙ্গলে নিথর হীরামনি ভাবে
এই যদি মনুষ্যত্বের মানে হবে,
সমাজকে কেন বেশ্যালয় বলে না তবে!
কাপড় গুজা তোর আর্তচিৎকারে
আজ আমরা নির্বিকার তিন বেলা আহারে
বেঁচে রইলাম, তোর চোখে চোখ রেখে,
নিজ বিবেকে ধর্ষিত করে যাব নিজেরেই।
কচি পাতারে দুমড়ে মুচড়ে দিয়ে
এই যে নিচ্ছো বুকের পশমে পৈশাচিক স্বাদ,
রেখ যাচ্ছ পাপের ভূমি
তাকিয়ে দেখ নরকে তুমি,
নিজ মেয়ের কাপড় টেনেই নিও সুখের ভাগ।
চুপ করে যারা ভাবছি
ঘরের কোণে তো ভালো থাকছি,
আদতে, বেহায়া হওয়ার অভিনয় করছি।
জঙ্গলে নিথর হীরামনি ভাবে
এই যদি মনুষ্যত্বের মানে হবে,
সমাজকে কেন বেশ্যালয় বলে না তবে!
কাপড় গুজা তোর আর্তচিৎকারে
আজ আমরা নির্বিকার তিন বেলা আহারে
বেঁচে রইলাম, তোর চোখে চোখ রেখে,
নিজ বিবেকে ধর্ষিত করে যাব নিজেরেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৬/২০২০মন্দ না।
-
জ্যোতি রমণ বিশ্বাস ১৮/০৬/২০২০সুন্দর চিৎকার আহাজারী
-
সঞ্জয় শর্মা ১৮/০৬/২০২০দারুণ সাহসী উচ্চারণ...
ধ্বংস হোক ধর্ষক সমাজ
মানবতাবোধ জাগুক আজ । -
ফয়জুল মহী ১৮/০৬/২০২০Right
-
Md. Rayhan Kazi ১৮/০৬/২০২০অসাধারণ প্রকাশ ভঙ্গি
-
জানবক্স খান ১৮/০৬/২০২০ঘৃনা জানাই ধর্ষকদের
সমাজ থেকে এই রোগ উপরে ফেলতে হবে।