দুর্গন্ধে প্রাণের সুবাস
অকালে ঝরে পড়াই বাঁচা,
দিনে দিনে দগদগে ঘায়ে
তকতকে গ্যাংরিনে্র ছোঁয়া ।
ঘরে ঘরে শুয়ো পোকার চাষ,
কিলবিলিয়ে মাটি চেটেই বাস।
বৃষ্টির জলে রক্ত ধোয়াতেই মজা,
একে একে চুকিয়ে সময়ের ঋণ
ক্যান্সার থুতুতে এখন ভরা দিন।
খুঁচিয়ে খুঁচিয়ে জমিনেই লাশ,
মরণ জাগুক, দুর্গন্ধে প্রাণের সুবাস।
দিনে দিনে দগদগে ঘায়ে
তকতকে গ্যাংরিনে্র ছোঁয়া ।
ঘরে ঘরে শুয়ো পোকার চাষ,
কিলবিলিয়ে মাটি চেটেই বাস।
বৃষ্টির জলে রক্ত ধোয়াতেই মজা,
একে একে চুকিয়ে সময়ের ঋণ
ক্যান্সার থুতুতে এখন ভরা দিন।
খুঁচিয়ে খুঁচিয়ে জমিনেই লাশ,
মরণ জাগুক, দুর্গন্ধে প্রাণের সুবাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৫/২০২০Fantastic
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৭/০৫/২০২০মুগ্ধ হলাম
-
আব্দুল হক ২৭/০৫/২০২০বেশ! ধন্যবাদ!
-
ফয়জুল মহী ২৭/০৫/২০২০ভীষণ ভালো লাগলো লেখা ।