সব কিছুর শেষে
সব চা কাপের শেষ চুমুকে থাকে,
ঠোঁটে লেগে থাকা না বুঝা ভালবাসা।
সব খাতার শেষ পৃষ্ঠায় লেখায় থাকে,
সবকিছু লিখতে না পারার অতৃপ্তি।
সব বই এর শেষ পাতায় থাকে,
কিছু চাওয়া না পাওয়ার আকাঙ্ক্ষা।
সব কবিতার শেষ লাইনে থাকে,
সুখ দুখের ফোটা ফোটা আঁখি জল।
সব পথের শেষে থাকে,
চলতে না পারার বেদনা।
সব পাওয়ার শেষে থাকে,
আসমান সম লোভের আঘাত।
সব প্রেমের শেষে থাকে,
আঙ্গুল ছাওয়ার জৈব বাসনা।
সব চাহনির শেষে শুরু হয়,
কামনার ধিকি ধিকি আগুন।
সব ভালবাসি বলার শেষেই থাকে,
ছড়ে যাবার শিরশিরানি ভয়।
সব শেষের পরই শুরু নতুন শেষের চেয়ে থাকা।
ঠোঁটে লেগে থাকা না বুঝা ভালবাসা।
সব খাতার শেষ পৃষ্ঠায় লেখায় থাকে,
সবকিছু লিখতে না পারার অতৃপ্তি।
সব বই এর শেষ পাতায় থাকে,
কিছু চাওয়া না পাওয়ার আকাঙ্ক্ষা।
সব কবিতার শেষ লাইনে থাকে,
সুখ দুখের ফোটা ফোটা আঁখি জল।
সব পথের শেষে থাকে,
চলতে না পারার বেদনা।
সব পাওয়ার শেষে থাকে,
আসমান সম লোভের আঘাত।
সব প্রেমের শেষে থাকে,
আঙ্গুল ছাওয়ার জৈব বাসনা।
সব চাহনির শেষে শুরু হয়,
কামনার ধিকি ধিকি আগুন।
সব ভালবাসি বলার শেষেই থাকে,
ছড়ে যাবার শিরশিরানি ভয়।
সব শেষের পরই শুরু নতুন শেষের চেয়ে থাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০Good post
-
ন্যান্সি দেওয়ান ১০/০৫/২০২০Darun...