রহমতুল্লাহ লিখন
রহমতুল্লাহ লিখন -এর ব্লগ
-
গোলাপ ফুটলেই কামড়ে নিয়ে
কচি পাতারে দুমড়ে মুচড়ে দিয়ে
এই যে নিচ্ছো বুকের পশমে পৈশাচিক স্বাদ,
রেখ যাচ্ছ পাপের ভূমি [বিস্তারিত] -
বলিভিয়ার ঘন জঙ্গল পারে নি সে দিন
তোমার হাড় মাংসের সাথে আত্মার দখল নিতে।
শাসকের রক্ত চুষে কেনা বুলেট পারে নি সে দিন
তোমার মজ্জাগত বিপ্লবের ধারার স্বাদ নিতে। [বিস্তারিত] -
মৃত্যুরা মিছিল মিটিং করে
হানা দেয় আগলে রাখা ঘরে,
খুবলানো ফুসফুসে ভালোবাসার স্বরে।
আমিও দেখি উদয় অস্তের খেলা [বিস্তারিত] -
আমরা কিন্তু দেবতা তুল্য জ্ঞানী।
আমরাই মাথা আর জাতির ছাতা
সমাজে আমরাই ভাবা প্রধান প্রাণী,
যা কিছু মহান সত্য আমরাই শুধু জানি। [বিস্তারিত] -
অকালে ঝরে পড়াই বাঁচা,
দিনে দিনে দগদগে ঘায়ে
তকতকে গ্যাংরিনে্র ছোঁয়া ।
ঘরে ঘরে শুয়ো পোকার চাষ, [বিস্তারিত] -
কই থেকে যে আসে মনে
আজ তো আনন্দের দিন !
তাইতো ? হ্যাঁ, তাইতো হবার কথা।
দুধ ছাড়া চিনি সেমাইয়ের ঘ্রাণ , [বিস্তারিত] -
শহরের দেয়ালে দেয়ালে হচ্ছে সমারোহ
খোদাই হবে অট্টালিকাদের বীর গাথা
চিরস্মরণীয় হবে তাদের সভ্য মুকুটে মাথা।
এই উপলক্ষ্যে হবে ভোজের ছড়াছড়ি [বিস্তারিত] -
মেঘে মেঘে দাবি আদায়ের যুদ্ধ চাই।
যুদ্ধ হবে সাদা কালো মেঘে,
আকাশে দর্শক সারিতে থাকবে
ভাড়া করা নাম না জানা সব পাখি। [বিস্তারিত] -
অনাহারী থাকবে অনাহারে
প্রাপ্য আহার খাবলে নিয়ে
বিত্তবানরা থাকুক সুখে,
চাষাভুষা কুলি মজুর [বিস্তারিত] -
গর্ভ থেকেই আওয়াজ শুনি
শৈশবেই মানুষ হবার দিন গুনি
কাগজে কলমে শিক্ষা দীক্ষার নকশা বুনি।
দালান কোঠাতে ভরাবে যে ধরণী [বিস্তারিত] -
সব চা কাপের শেষ চুমুকে থাকে,
ঠোঁটে লেগে থাকা না বুঝা ভালবাসা।
সব খাতার শেষ পৃষ্ঠায় লেখায় থাকে,
সবকিছু লিখতে না পারার অতৃপ্তি। [বিস্তারিত] -
টুটি চিপে ফুরফুরে শ্বাস নিতে বলো
ঝাঁঝরা বুকে জাগাতে বল দেশপ্রেম,
পঁচা বাসি খাবারে নিতে বল সুঘ্রাণ
হকের ভাগ কেড়ে বলো, [বিস্তারিত] -
তোমাকে হারাবার যতসামান্য ভয়েই,
আমি দুমড়ে মুচড়ে কুঁকড়ে যাই
সদ্য আগুন লাগানো পাঁপড়ির মত।
তোমাকে শুনতে পাব না ভাবতেই, [বিস্তারিত]