মেঘ বালক ও মেঘ বালিকা
জানো দিন কয়েক আগেও ছিলাম এক আকাশ মেঘ,
তুমি আমায় মেঘ বালক বলে ডাকতে সেই পড়ন্ত বেলায়,
তোমার আকাশটাকে আমি ঢেকে দিতাম সাদা মেঘে,
সূর্য তোমায় ছু্ঁতেও পারতো না,
আজ আর তুমি আমায় মেঘ বালক বলে ডাকতেই পারবে না,
আজ আমি হয়ে গেছি বৃষ্টি,অঝোর,
তোমার ভালবাসাটাকেও ভিজিয়ে ফেললাম বুঝি,
অনেকটাই ভিজেছে বুঝি,
তুমি মোটেও চিন্তা করোনা আমার বৃষ্টিতেই ভিজবে তুমি,
আর আমি তোমায় ডাকবো বৃষ্টি বালিকা ।।
তুমি আমায় মেঘ বালক বলে ডাকতে সেই পড়ন্ত বেলায়,
তোমার আকাশটাকে আমি ঢেকে দিতাম সাদা মেঘে,
সূর্য তোমায় ছু্ঁতেও পারতো না,
আজ আর তুমি আমায় মেঘ বালক বলে ডাকতেই পারবে না,
আজ আমি হয়ে গেছি বৃষ্টি,অঝোর,
তোমার ভালবাসাটাকেও ভিজিয়ে ফেললাম বুঝি,
অনেকটাই ভিজেছে বুঝি,
তুমি মোটেও চিন্তা করোনা আমার বৃষ্টিতেই ভিজবে তুমি,
আর আমি তোমায় ডাকবো বৃষ্টি বালিকা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৯/০৩/২০১৮khub valo hoyechey...sundor title
-
মাহামুদুল হাসান ১৯/০৩/২০১৮অবলা কবি ও তার কবিতা
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৭/০৩/২০১৮Daruuuun.!
-
মল্লিকা রায় ১৭/০৩/২০১৮খুব ভালো লাগল কবি । শুভেচ্ছা সতত।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৩/২০১৮অসাধারন হয়েছে
-
মোঃ ফাহাদ আলী ১৭/০৩/২০১৮অপূর্ব প্রেম উপাখ্যান।