আজি বসন্তে
আজি বসন্ত জাগ্রত দুয়ারে,বাসন্তি রঙে সেজেছ তোমরা ,টেনে নিয়ে যায় মোদের কৈশোরে,মনে করিয়ে দেয় যৌবনের দুর্দান্ত সূচীভেদ্য যোজনভেদী সময়গুলোকে-
কেন বসন্তকে একবারও শালিকের ডাক শুনালাম না।কেন কেবলই কোকিলের আহবান ?অসভ্য দাঁড়কাকের কর্কশ সুর শোনা যায় লক্ষ যোজন দূর থেকে,কোকিলের ডানার শব্দে ঢেকে যায় দাঁড়কাকের তীব্র আকুতি,ঝেড়ে ফেলে দাও সমগ্র দুমড়ানো পাতা, ঢেকে যাক সমগ্র পথ ফ্যাকাশে মেটে রঙের পাতায় ,সেই মেঠো পথ মাড়িয়ে চলে যাব দিগন্তে ,যেখানে অপেক্ষা করে আছে হলুদ বসন্ত
কেন বসন্তকে একবারও শালিকের ডাক শুনালাম না।কেন কেবলই কোকিলের আহবান ?অসভ্য দাঁড়কাকের কর্কশ সুর শোনা যায় লক্ষ যোজন দূর থেকে,কোকিলের ডানার শব্দে ঢেকে যায় দাঁড়কাকের তীব্র আকুতি,ঝেড়ে ফেলে দাও সমগ্র দুমড়ানো পাতা, ঢেকে যাক সমগ্র পথ ফ্যাকাশে মেটে রঙের পাতায় ,সেই মেঠো পথ মাড়িয়ে চলে যাব দিগন্তে ,যেখানে অপেক্ষা করে আছে হলুদ বসন্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৫/০৩/২০১৮vinno rokom lekhar style ... valo:)
-
মো : আবুল হোসেন ০৫/০৩/২০১৮সুন্দর
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৪/০৩/২০১৮অসাধারণ!
-
মল্লিকা রায় ০৪/০৩/২০১৮সত্য বটে । শুভেচ্ছা কবি।