একদিন না জানো
একদিন না জানো বুকে অনেক মেঘ করে এল,
দুষ্টু হালকা বৃষ্টিটা সব ভালবাসা ধুয়ে নিয়ে গেল,
সেই যে বুকের সীমানা,
যেথায় তোমায় বেঁধেছিলাম প্রানপনে,
দিয়েছিলাম গভীর বিশ্বাসের বাঁধ,
শত গুন বৃষ্টিতেও সীমানা এলোমেলো হয়ে যায়নি তার,
আর দেখ ফিনফিনে বৃষ্টিটাই এঁকে দিল বিদায় তিলক ।।
দুষ্টু হালকা বৃষ্টিটা সব ভালবাসা ধুয়ে নিয়ে গেল,
সেই যে বুকের সীমানা,
যেথায় তোমায় বেঁধেছিলাম প্রানপনে,
দিয়েছিলাম গভীর বিশ্বাসের বাঁধ,
শত গুন বৃষ্টিতেও সীমানা এলোমেলো হয়ে যায়নি তার,
আর দেখ ফিনফিনে বৃষ্টিটাই এঁকে দিল বিদায় তিলক ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৩/০৩/২০১৮সুন্দর
-
ইবনে মিজান ০২/০৩/২০১৮ভালো
-
আব্দুল হক ০২/০৩/২০১৮Impressed
-
মোঃ আবদুল্লাহ আল মামুন ০২/০৩/২০১৮
ভালো হয়েছে। আরো উপহারের অনুরোধ
-
আলম সারওয়ার ০২/০৩/২০১৮অসাধারণ কবিতা র জন্য শুভেচ্ছা জানবেন প্রিয় কবি
-
রেজাউল রেজা (নীরব কবি) ০২/০৩/২০১৮Nice!