নিঃসঙ্গ বিহঙ্গের আকুতি
নিঃসঙ্গ বিহঙ্গের আকুল আকুতি, হে অমানিশা কখন তুমি সকালকে ফিরিয়ে আনবে,বিহঙ্গিনী যে বড্ড একা,সেই সাইকোমরের উচু ডালটিতে,তুমি গেলেই না সকাল ফিরবে,তবেই বিহঙ্গ উড়াল দেবে বিহঙ্গিনীর তরে,
সময় আজ বড় প্রতারনা করছে,যেন থেমে আছে,এই নিশুতি রাতেই কি যাত্রা করবে সে,কেমন করে, রাতে সে দেখতে পায়না যে,শুধু ঝিমুনি আসে,প্রানপনে আকড়ে ধরে বটের শীর্ন শাখাটাকে,কোনভাবেই সে শিয়ালের খোরাক হবে নাকো,
হল কি রাতটার, কেবলি থমকে থাকে, সকালকে একেবারে ফিরিয়ে আনছে না
পূব থেকে এল একঝাক কালো পাখী,কাক,তাদের ডানায় ভর করে এল সকাল,বিহঙ্গ উড়াল দিল গন্তব্যে
সময় আজ বড় প্রতারনা করছে,যেন থেমে আছে,এই নিশুতি রাতেই কি যাত্রা করবে সে,কেমন করে, রাতে সে দেখতে পায়না যে,শুধু ঝিমুনি আসে,প্রানপনে আকড়ে ধরে বটের শীর্ন শাখাটাকে,কোনভাবেই সে শিয়ালের খোরাক হবে নাকো,
হল কি রাতটার, কেবলি থমকে থাকে, সকালকে একেবারে ফিরিয়ে আনছে না
পূব থেকে এল একঝাক কালো পাখী,কাক,তাদের ডানায় ভর করে এল সকাল,বিহঙ্গ উড়াল দিল গন্তব্যে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৪/২০১৮অনন্য কাব্যিক প্রকাশ। ধন্যবাদ।
-
রেজাউল রেজা (নীরব কবি) ২৮/০২/২০১৮অসাধারণ! অনেক সুন্দর লিখনী প্রিয় কবি।মনোমুগ্ধকর!
ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
পাতায় আমন্ত্রণ রইল। -
শামিম ইশতিয়াক ২৮/০২/২০১৮অসাধারন প্রকাশ
-
মোঃ ফাহাদ আলী ২৭/০২/২০১৮সুন্দর অনুভূতির প্রকাশ।