নিঃসঙ্গতা
মনে কর তুমি আমায় অসীম নিঃসঙ্গতাই দিয়ে গেলে,আর আমি নতুন নতুন অক্ষরের ভালবাসা,সেই যে ছেলেবেলায় ধূসর রঙের খইকাঁটা বিঁধেছিল তোমার পায়ে,আমি দাঁত দিয়ে টেনে তুলেছিলাম,মনে আছে তোমার,
বিধূবাবুর পুকুরে অসীম ডুবসাঁতার, কাদায় মাখামাখি,মনে আছে তোমার,
তোমার বিয়ের পাল্কীর বেহারা হয়েছিলাম আমি,মনে আছে তোমার
দিনগুলি সাদা মেঘের মত সীমানার ওপারে ভেসে গেছে,ফেরেনি আর,ফিরবে না কখনো,কেবলি ফিরে আসে নিউরনে,তীব্র বেদনা নিয়ে
বিধূবাবুর পুকুরে অসীম ডুবসাঁতার, কাদায় মাখামাখি,মনে আছে তোমার,
তোমার বিয়ের পাল্কীর বেহারা হয়েছিলাম আমি,মনে আছে তোমার
দিনগুলি সাদা মেঘের মত সীমানার ওপারে ভেসে গেছে,ফেরেনি আর,ফিরবে না কখনো,কেবলি ফিরে আসে নিউরনে,তীব্র বেদনা নিয়ে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৫/০২/২০১৮চমৎকার লেখা।
-
আমীন রুহুল ২৪/০২/২০১৮সুন্দর
-
রইস উদ্দিন খান আকাশ ২৪/০২/২০১৮সুন্দর
-
মোঃআরাফাত হোসাইন ২৪/০২/২০১৮ভালো