বিলাসী হাওয়ার চাদরে
আড়ষ্ট রাতের বুক চিরে
ছুটে আসে নির্ঘূম ঠান্ডা হাওয়া
মধ্যলোকের কিনারা থৈ থৈ করছে
স্নেহহীন স্নেহের ন্যায়
আমি থেমে যাই দু চোখের আশা নিয়ে
থেমে যাই ঝাড়বাতি সন্ধ্যা দেখে।
কখনো বস্ত্রহীন শিশুর চাহুনী দেখে
শিউরে উঠে ভাবি
এ আমার অথর্ব সময় সত্ত্বা।
কখনোবা অক্ষম সময়েরা মিউমিউ স্বরে
সটকে পড়ে লোমশ ওমে।
কি নির্মম বিলাসীতার চাদরে
ঢেকে থাকে পৃথিবীর স্বত্ত্বা আমার।
মুখ ঢেকে রাখি মুখোশের আড়ালে।
কেন পারি না দিতে
ভালবাসার উষ্ণ হাওয়া
ছুটে আসে নির্ঘূম ঠান্ডা হাওয়া
মধ্যলোকের কিনারা থৈ থৈ করছে
স্নেহহীন স্নেহের ন্যায়
আমি থেমে যাই দু চোখের আশা নিয়ে
থেমে যাই ঝাড়বাতি সন্ধ্যা দেখে।
কখনো বস্ত্রহীন শিশুর চাহুনী দেখে
শিউরে উঠে ভাবি
এ আমার অথর্ব সময় সত্ত্বা।
কখনোবা অক্ষম সময়েরা মিউমিউ স্বরে
সটকে পড়ে লোমশ ওমে।
কি নির্মম বিলাসীতার চাদরে
ঢেকে থাকে পৃথিবীর স্বত্ত্বা আমার।
মুখ ঢেকে রাখি মুখোশের আড়ালে।
কেন পারি না দিতে
ভালবাসার উষ্ণ হাওয়া
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৪/১২/২০১৭খুব ভালো লাগলো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/১২/২০১৭পরের তরে
সেবা করে
পায় শান্তি ।
শুভেচ্ছা । -
মধু মঙ্গল সিনহা ১২/১২/২০১৭অসাধারণ অনুভূতি।
-
মাহিদ সিদ্দিকী আলিফ ১২/১২/২০১৭অসাধারণ! খুব ই ভালো লাগল। অনবদ্য কাব্যিইশৈলী। অফুরন্ত শুভেচ্ছা রইল কবি!
-
ন্যান্সি দেওয়ান ১২/১২/২০১৭Nice.
-
রইস উদ্দিন খান আকাশ ১২/১২/২০১৭অসাধারণ ভাবনা
-
সুজয় সরকার ১২/১২/২০১৭নির্মম সত্যের কবিতা
-
তরীকুল ইসলাম সৈকত ১২/১২/২০১৭সুন্দর তো। ভালো লিখেন আপনি। যদিঅ কবিতা খুব বেশি পড়া হয় না।