কোবতেঃ পারলে দেখা
জেনে বুঝেই তোমাকে আমি কষ্ট দিয়ে যাই
বিনিময়ে তোমার থেকে শুধু ঘৃণা টুকুই চাই,
আমি থাকতে চাই তোমার ঘৃণায় চীর মগ্ন
আমি হতে চাই রাত দুপুরে তোমার দূঃস্বপ্ন।
তোমার কালো স্বপ্নের মাঝে ভাসবে শুধুই আমার ছবি
ভুলেও স্বপ্নে আঁকতে দেবনা চাঁদ, তারা কিংবা রবি,
বেঁচে থেকেও মৃত তুমি, থাকবে না তোমার আবেগ বোধ
বাঁচিয়ে মেরেই নেব আমি, আমায় ভালবাসার প্রতিশোধ।
মরতে পারলে বেঁচে যেতাম, এই হবে তোমার প্রার্থনা
তীলে তীলে দেব তোমায় মৃত্যুময়! তীব্র! প্রচন্ড! যন্ত্রণা,
সারাটা দিন কাঁদবে তুমি, টগবগ করবে তোমার রক্ত
এক মুহূর্তও থামব না তবু আমি চীর শত্রু চীর বীষাক্ত।
প্রতিটা প্রহর গুণবে তুমি, কবে হবে বন্ধ এই দীর্ঘ নিঃশ্বাস
শত কেঁদেও তুমি মরণ পাবে না, হতে হবে শুধুই হতাস
শত্রুও যেন ভয় পেয়ে যায়, এমন নির্যাতন আমি করব তোমায়
বিশ্বাস যদি না'ই কর তবে, ভালবেসেই একবার দেখ আমায়।
২৭ এপ্রিল, ২০১৪
বিনিময়ে তোমার থেকে শুধু ঘৃণা টুকুই চাই,
আমি থাকতে চাই তোমার ঘৃণায় চীর মগ্ন
আমি হতে চাই রাত দুপুরে তোমার দূঃস্বপ্ন।
তোমার কালো স্বপ্নের মাঝে ভাসবে শুধুই আমার ছবি
ভুলেও স্বপ্নে আঁকতে দেবনা চাঁদ, তারা কিংবা রবি,
বেঁচে থেকেও মৃত তুমি, থাকবে না তোমার আবেগ বোধ
বাঁচিয়ে মেরেই নেব আমি, আমায় ভালবাসার প্রতিশোধ।
মরতে পারলে বেঁচে যেতাম, এই হবে তোমার প্রার্থনা
তীলে তীলে দেব তোমায় মৃত্যুময়! তীব্র! প্রচন্ড! যন্ত্রণা,
সারাটা দিন কাঁদবে তুমি, টগবগ করবে তোমার রক্ত
এক মুহূর্তও থামব না তবু আমি চীর শত্রু চীর বীষাক্ত।
প্রতিটা প্রহর গুণবে তুমি, কবে হবে বন্ধ এই দীর্ঘ নিঃশ্বাস
শত কেঁদেও তুমি মরণ পাবে না, হতে হবে শুধুই হতাস
শত্রুও যেন ভয় পেয়ে যায়, এমন নির্যাতন আমি করব তোমায়
বিশ্বাস যদি না'ই কর তবে, ভালবেসেই একবার দেখ আমায়।
২৭ এপ্রিল, ২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাইবুল ইসলাম ১৩/০৫/২০১৪
-
সফিউল্লাহ আনসারী ১০/০৫/২০১৪বিশ্বাস যদি না'ই কর তবে, ভালবেসেই একবার দেখ আমায়।
.
অসাধারণ ! -
এস,বি, (পিটুল) ০৯/০৫/২০১৪আপনাকে আমন্ত্রন জানাই তারুন্যে।
-
এস,বি, (পিটুল) ০৯/০৫/২০১৪ভালো লাগলো।
-
কবি মোঃ ইকবাল ০৯/০৫/২০১৪অসাধারণ লিখা।
ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো