শব্দের খোঁজে
আমি এই নিঃশব্দের মাঝে
হেটে হেটে যাই শব্দের খোঁজে
কদম, বেত, বাঁশের ঝাড়ের উপর
চাঁদ দেখে দেখে, এই জোস্না রাতে।
হুতুম পেঁচা চোখ মেলে চায়
চায় নিশাচর হিংস্র জীবগুলো
আড়াল থেকে উকি দিয়ে,
মেঘের আড়ালে চাঁদ ডুবে গেলে
আমি ক্লান্ত হই, শব্দ হয়ে
দাড়িয়ে যাই শব্দের নিশানা।
আবার চাঁদ উকি দেয় মেঘের কোল থেকে
আমি হেটে হেটে যাই শব্দের খোঁজে।
তারিখঃ ২৫-০৭-২০১৬
হেটে হেটে যাই শব্দের খোঁজে
কদম, বেত, বাঁশের ঝাড়ের উপর
চাঁদ দেখে দেখে, এই জোস্না রাতে।
হুতুম পেঁচা চোখ মেলে চায়
চায় নিশাচর হিংস্র জীবগুলো
আড়াল থেকে উকি দিয়ে,
মেঘের আড়ালে চাঁদ ডুবে গেলে
আমি ক্লান্ত হই, শব্দ হয়ে
দাড়িয়ে যাই শব্দের নিশানা।
আবার চাঁদ উকি দেয় মেঘের কোল থেকে
আমি হেটে হেটে যাই শব্দের খোঁজে।
তারিখঃ ২৫-০৭-২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/১২/২০১৬অনেক সুন্দর
-
পরশ ১২/১২/২০১৬সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১২/১২/২০১৬অসাধারণ
-
ইন্তিখাব আলম ১২/১২/২০১৬ভাল।