যাদুকরী চোখ
এই নিসর্গ এই বেলাভূমি
চার পাশের রহস্যময় নিস্তব্ধতা
ভেঙ্গে উকি দিয়ে যায় তোমার
ওই কালো চোখের যাদুকরী চাহনি।
যেন হারিয়ে গেছে কোন সুদূরে
আশ্চর্য এক কুয়াশার ভিতর দিয়ে
আরো দুরের দিগন্ত পেরিয়ে
যেখানে শান্ত এক ঝর্ণাধারা
বয়ে যাচ্ছে আপন মনে।
সেথা আমি রোজ যাই নগ্ন পায়ে
স্পর্শ করি রাশি রাশি জল
শুদ্ধ হই অবগাহনে
আমার স্বপ্নের ভিতর দিয়ে।
চার পাশের রহস্যময় নিস্তব্ধতা
ভেঙ্গে উকি দিয়ে যায় তোমার
ওই কালো চোখের যাদুকরী চাহনি।
যেন হারিয়ে গেছে কোন সুদূরে
আশ্চর্য এক কুয়াশার ভিতর দিয়ে
আরো দুরের দিগন্ত পেরিয়ে
যেখানে শান্ত এক ঝর্ণাধারা
বয়ে যাচ্ছে আপন মনে।
সেথা আমি রোজ যাই নগ্ন পায়ে
স্পর্শ করি রাশি রাশি জল
শুদ্ধ হই অবগাহনে
আমার স্বপ্নের ভিতর দিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/১২/২০১৬অনেক সুন্দর কবি
-
সাদ জাহিদ ১১/১২/২০১৬শুদ্ধ হই অবগাহনে
আমার স্বপ্নের ভিতর দিয়ে,,,,
অসাধারণ, অনন্য -
আলমগীর সরকার লিটন ১১/১২/২০১৬অসাধারণ