www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোহিঙ্গা

শত বছরের আবাস; পিতৃভূমি,
চেনা সব মাঠ-ঘাট,
গোয়ালে পশুর অবুঝ দৃষ্টি,
তুচ্ছ করেছি আজ সবই
কোলে নিয়ে দুগ্ধ শিশু।

চার দিকে বোমা-বুলেটের কম্পন
ইসরাফিলের শিঙ্গার মত,
আতঙ্কিত চরাচর; ছোটাছুটি,
নিমিষেই নেমে এলো নৃশংসতা
জাহান্নামের তাণ্ডব।

দূর সবুজের ফাঁকে দাউ দাউ
জ্বলে উঠা আগুনের শিখা,
পুড়ে যাওয়া মানুষ, ঘর-বাড়ি,
ফেলে আসা ফসলের ক্ষেত
তাকিয়ে রই কাঙ্গালের মত।

ধর্ম-জাতির রোষানলে আজ
পুড়ে গেল জন্মাধিকার,
আপন দেশে বাস্তুহারা, মিথ্যা হলো মানবতা।
বিশ্ব বিবেক জাগ্রত হোক
বিচার করুক গণহত্যার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast