রোহিঙ্গা
শত বছরের আবাস; পিতৃভূমি,
চেনা সব মাঠ-ঘাট,
গোয়ালে পশুর অবুঝ দৃষ্টি,
তুচ্ছ করেছি আজ সবই
কোলে নিয়ে দুগ্ধ শিশু।
চার দিকে বোমা-বুলেটের কম্পন
ইসরাফিলের শিঙ্গার মত,
আতঙ্কিত চরাচর; ছোটাছুটি,
নিমিষেই নেমে এলো নৃশংসতা
জাহান্নামের তাণ্ডব।
দূর সবুজের ফাঁকে দাউ দাউ
জ্বলে উঠা আগুনের শিখা,
পুড়ে যাওয়া মানুষ, ঘর-বাড়ি,
ফেলে আসা ফসলের ক্ষেত
তাকিয়ে রই কাঙ্গালের মত।
ধর্ম-জাতির রোষানলে আজ
পুড়ে গেল জন্মাধিকার,
আপন দেশে বাস্তুহারা, মিথ্যা হলো মানবতা।
বিশ্ব বিবেক জাগ্রত হোক
বিচার করুক গণহত্যার।
চেনা সব মাঠ-ঘাট,
গোয়ালে পশুর অবুঝ দৃষ্টি,
তুচ্ছ করেছি আজ সবই
কোলে নিয়ে দুগ্ধ শিশু।
চার দিকে বোমা-বুলেটের কম্পন
ইসরাফিলের শিঙ্গার মত,
আতঙ্কিত চরাচর; ছোটাছুটি,
নিমিষেই নেমে এলো নৃশংসতা
জাহান্নামের তাণ্ডব।
দূর সবুজের ফাঁকে দাউ দাউ
জ্বলে উঠা আগুনের শিখা,
পুড়ে যাওয়া মানুষ, ঘর-বাড়ি,
ফেলে আসা ফসলের ক্ষেত
তাকিয়ে রই কাঙ্গালের মত।
ধর্ম-জাতির রোষানলে আজ
পুড়ে গেল জন্মাধিকার,
আপন দেশে বাস্তুহারা, মিথ্যা হলো মানবতা।
বিশ্ব বিবেক জাগ্রত হোক
বিচার করুক গণহত্যার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৪/১২/২০১৬চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন প্রিয় কবি। ভাল লিখুন ভাল থাকুন সবসময়।
-
পরশ ০৮/১২/২০১৬একটি মানবিক আবেদন বটে...
-
আলমগীর সরকার লিটন ০৮/১২/২০১৬খুবি ভাল লেখেছেন দাদা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/১২/২০১৬খুব সুন্দর।