পরিতাপ
আকাশের উপরে আকাশে উড়ে
হাতে ঘুড়ির নাটাই,
বিশ্ব সংসার বিস্বাদ হলো
কোথাও নেই আর ঠাই।
দ্বন্দ্ব মঙ্গা বিশ্ব জুড়ে
সিক্ত হলো চোখ,
দেখবে তারা আপন মনে
হবে-নাতো বিমুখ।
মনের সাথে যুদ্ধ চলে
হাতে বিষের থালা,
নেইকো কেউ দেখার তাদের
কি নিদারুণ জ্বালা।
অশ্রু নদী শুকিয়ে গেছে
চৈত্র মাসের খরা,
বুকের মাঝে সাহারা সম
বিস্তীর্ণ সব জরা।
আমার মাঝে আমি নেই আর
হারিয়ে গেছি দুরে,
কথা বলি তাদের মত
তাদের কথার সুরে।
হাতে ঘুড়ির নাটাই,
বিশ্ব সংসার বিস্বাদ হলো
কোথাও নেই আর ঠাই।
দ্বন্দ্ব মঙ্গা বিশ্ব জুড়ে
সিক্ত হলো চোখ,
দেখবে তারা আপন মনে
হবে-নাতো বিমুখ।
মনের সাথে যুদ্ধ চলে
হাতে বিষের থালা,
নেইকো কেউ দেখার তাদের
কি নিদারুণ জ্বালা।
অশ্রু নদী শুকিয়ে গেছে
চৈত্র মাসের খরা,
বুকের মাঝে সাহারা সম
বিস্তীর্ণ সব জরা।
আমার মাঝে আমি নেই আর
হারিয়ে গেছি দুরে,
কথা বলি তাদের মত
তাদের কথার সুরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৫/১২/২০১৬
অনেক শুভেচ্ছা রইল