আল্লা বলে মানি
গোরোস্থানেও ছাড়লে না তো
নিজের ভাগের দেড়কাটা
আমি মুখ ফস্কে মা বলেছি
তাই মোসন্মানে নামকাটা?
শরীয়াত জান্নাত খুব প্রিয়
সুন্নাতী তাকে চুরি
আমার বন্ধু দেবু কে দিলে
ধর্মের সুড়সুড়ি
তুমিও তো যে ভীষণ চতুর
বুদ্ধি গাঁটে গাঁটে
চোরা নিয়ম বের করো আর
লড়াই লাগাও হাটে ঘাটে
এতটুকুনি জ্ঞান আমার
নবী থেকে বুদ্ধ
ধর্ম হলো শান্তির আর
অধর্মেই ধর্মযুদ্ধ
তোমরা বাপু অনেক যেন
পন্ডিত পুরোপুরি
আমি মুক্কু মানুষ নামাজ
পড়ি নিয়েত বাংলায় করি
এতো কিছু বুঝি কি বাপু
এতো কি আর জানি
সবার ওপরে যে আছে
তারে আল্লা বলে মানি
এত জ্ঞান, এট্টুকুনি তুমি জেনে নিও
মুক্কু মানুষ নাকি আল্লারও খুব প্রিয়
নিজের ভাগের দেড়কাটা
আমি মুখ ফস্কে মা বলেছি
তাই মোসন্মানে নামকাটা?
শরীয়াত জান্নাত খুব প্রিয়
সুন্নাতী তাকে চুরি
আমার বন্ধু দেবু কে দিলে
ধর্মের সুড়সুড়ি
তুমিও তো যে ভীষণ চতুর
বুদ্ধি গাঁটে গাঁটে
চোরা নিয়ম বের করো আর
লড়াই লাগাও হাটে ঘাটে
এতটুকুনি জ্ঞান আমার
নবী থেকে বুদ্ধ
ধর্ম হলো শান্তির আর
অধর্মেই ধর্মযুদ্ধ
তোমরা বাপু অনেক যেন
পন্ডিত পুরোপুরি
আমি মুক্কু মানুষ নামাজ
পড়ি নিয়েত বাংলায় করি
এতো কিছু বুঝি কি বাপু
এতো কি আর জানি
সবার ওপরে যে আছে
তারে আল্লা বলে মানি
এত জ্ঞান, এট্টুকুনি তুমি জেনে নিও
মুক্কু মানুষ নাকি আল্লারও খুব প্রিয়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০৪/২০২৩বেশ ভালো লেখনী