কাছে এসো লজ্জাহীন পুরুষ-প্রেম
কাছে এসো লজ্জাহীন পুরুষ-প্রেম
------------------------------------------------
বিকেল আছাড় খায় আমাদের দোতলায়
বিকেলের পিঠে রোদ্দুর ধরে রাখি
বিস্তার মায়াজাল মাকড়সার আটপায়
কে ওখানে, অনির্বাণ এসেছো নাকি
তুলির টানে ক্যানভাসে বাঁকা চোখ
মেরুদণ্ড শক্ত করে রাখি
আমাদের তো প্রতিশ্রুতি এখনো হয়নি শেষ
কে ওখানে , অনির্বাণ এসেছো নাকি
আয়নায় লিখেছি তোমার নাম
আমার প্রতিফলনে তুমি প্রতিবন্ধ
ঘুমের ওষুধ খাইনি কখনোই
বালিশের এককোনে রেখেছি তোমার গন্ধ
চেনা গন্ধ অন্ধকারে, দেয়ালের ওপারে
তিন যুগ এই গোরস্থানে একাকী
অভয়-অরণ্য মন সিংহ-স্বপ্ন শিকারে
কই, অনির্বাণ এসেছো নাকি
2
স্ফিত বুক চাইনি কখনোই
কিংবা দেহকাঠামো কারুকার্যময়
বিশ্বাসে আজ পুরুষ পুরুষ গন্ধ
গেলাসের জলে মেঘ দেখা আর নয়
জানি তো উদ্ভট অনবদ্য এ প্রেম
ভালোবেসে গুটিয়েছি পুরুষালি খোঁপা
আঁচলে চাঁদ রুমালে সুবাস আর নয়
গভিরে নয়, দেহের বাইরে ঝুনুর নাচে দু'পা
আমিষ ভালোবাসায় দেহগ্রাস বারবার
অশরীরি আনাগোনা লাল-হলুদ শাড়ি
কাছে এসো লজ্জাহীন পুরুষ-প্রেম
ধিক্কার তুমি পরান্নভোজী নারী
------------------------------------------------
বিকেল আছাড় খায় আমাদের দোতলায়
বিকেলের পিঠে রোদ্দুর ধরে রাখি
বিস্তার মায়াজাল মাকড়সার আটপায়
কে ওখানে, অনির্বাণ এসেছো নাকি
তুলির টানে ক্যানভাসে বাঁকা চোখ
মেরুদণ্ড শক্ত করে রাখি
আমাদের তো প্রতিশ্রুতি এখনো হয়নি শেষ
কে ওখানে , অনির্বাণ এসেছো নাকি
আয়নায় লিখেছি তোমার নাম
আমার প্রতিফলনে তুমি প্রতিবন্ধ
ঘুমের ওষুধ খাইনি কখনোই
বালিশের এককোনে রেখেছি তোমার গন্ধ
চেনা গন্ধ অন্ধকারে, দেয়ালের ওপারে
তিন যুগ এই গোরস্থানে একাকী
অভয়-অরণ্য মন সিংহ-স্বপ্ন শিকারে
কই, অনির্বাণ এসেছো নাকি
2
স্ফিত বুক চাইনি কখনোই
কিংবা দেহকাঠামো কারুকার্যময়
বিশ্বাসে আজ পুরুষ পুরুষ গন্ধ
গেলাসের জলে মেঘ দেখা আর নয়
জানি তো উদ্ভট অনবদ্য এ প্রেম
ভালোবেসে গুটিয়েছি পুরুষালি খোঁপা
আঁচলে চাঁদ রুমালে সুবাস আর নয়
গভিরে নয়, দেহের বাইরে ঝুনুর নাচে দু'পা
আমিষ ভালোবাসায় দেহগ্রাস বারবার
অশরীরি আনাগোনা লাল-হলুদ শাড়ি
কাছে এসো লজ্জাহীন পুরুষ-প্রেম
ধিক্কার তুমি পরান্নভোজী নারী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০Beautiful pome