দুঃখ মাপার একক
অনেক দুঃখ দিয়েছি নাকি তোমায়
আছে তবে বুঝি দুঃখ মাপার একক
ঘর ছাড়া ছিল দুজনেরই মতে
একা তুমি বিবর নও, আমিও পলাতক
আগুনে, আগুনে আপত্তি আছে নাকি? নেই তো ?
চলো তবে পুড়ে দেখি কার কত শোক
প্রতিশ্রুতি ছিল তো জন্ম মৃত্যু প্রেম
চলো তবে একবার প্রতিযোগিতা হোক
অথবা, এসো চলো দুজনেই ফিরে যাই ফিরে তাকাই
লাফ দিই অন্য আকাশ ডানা গজাক দুজনেরই ভালোহোক
আছে তবে বুঝি দুঃখ মাপার একক
ঘর ছাড়া ছিল দুজনেরই মতে
একা তুমি বিবর নও, আমিও পলাতক
আগুনে, আগুনে আপত্তি আছে নাকি? নেই তো ?
চলো তবে পুড়ে দেখি কার কত শোক
প্রতিশ্রুতি ছিল তো জন্ম মৃত্যু প্রেম
চলো তবে একবার প্রতিযোগিতা হোক
অথবা, এসো চলো দুজনেই ফিরে যাই ফিরে তাকাই
লাফ দিই অন্য আকাশ ডানা গজাক দুজনেরই ভালোহোক
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০Excellent,