www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রং-বেরং

হাতে যদি একটা তুলি থাকতো তবে
নানা র‍ঙে রাঙিয়ে নিতাম জীবন। শৈশবে
ছড়িয়ে দিতাম 'সবুজ',কৈশোর হতো 'নীল'
আর যৌবন হতো 'গোলাপী'।'আকাশনীল'
থেকে 'আসমানী' নিয়ে দিতাম স্কুলবেলায়,
'কমলা' রাঙাতো খেলায় ধুলায়
কেটে যাওয়া সময়টাকে।প্রথম অনুভূতি
হতো 'গাঢ় নীল'।আর ভালোবাসার প্রতি
মুহুর্ত রাঙিয়ে দিতাম 'রক্ত লালে'।
বিরহের রং হতো 'ধূসর' আর জীবনের তালে
এগিয়ে চলা সময় হতো 'হলুদ'।ইচ্ছেগুলোতে দিতাম
'ময়ূরকন্ঠী'।বাঁধনছাড়া স্বপ্ন গুলোতে করতাম
'বেগুনী'।কল্পনাতে দিতাম 'সাদা' রং,
যাতে যখন খুশি ইচ্ছেমতো রং ভরা যায় এবং
ভাবনাতে করতাম 'বাদামী'।কান্নাতে দিতাম
'হাল্কা লাল' আর যন্ত্রনা হতো 'কালো'।হাসিতে দিতাম
'সোনালী' আর মনখারাপের রং হতো 'খয়েরি'
মন রাঙাতাম 'রামধনু' রঙে আর রংবাহারি
করতাম জীবনটাকে।তারপর একদিন যখন
সব রং আবছা হয়ে যেতো--------তখন
বয়স এসে কড়া নাড়তো দরজায়।লাল,নীল
সব রংগুলো হয়ে যেতো 'সাদা-কালো'।অনাবিল
এক আনন্দে সেই অদৃশ্য চিত্রকর সৃষ্টি
করতেন তাঁর সাদা-কালো রঙের কৃষ্টি!
তখন তাঁর রঙেই রাঙাতাম নিজেকে
আর সাদা-কালো চোখেই দেখতাম রঙিন জীবনটাকে।


=============কুয়াশা==================
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ২৬/০৪/২০১৫
    ভাল
  • সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫
    ফাইন তো
  • ৩১/০৩/২০১৫
    অনেক ভাল লাগল .........।
  • রঙের ব্যবহার খুব ভালো লেগেছে
  • কপিল দেব ৩০/০৩/২০১৫
    সাদা কাল চোখেই দেখতাম রঙ্গিন জীবনটাকে
    ভাল লাগল কবি !
 
Quantcast