বসন্তের আগমনী
স্বচ্ছ নীরব আকাশনীলে
মেঘের ভেলা ভাসিয়ে দিলে....
পাতাঝরা গাছগুলিতে
দিলে সবুজ ঢেউ,
পলাশরঙা ঘোমটা পরে
সাজলে নতুন বউ।
কিশলয়ের শাড়ি তোমার
সূর্যমূখীর দুল,
যুঁইয়ের মালা দিয়ে বাঁধা
কাজলকালো চুল।
শিমুল পায়ের আলতা হল
গোলাপ হল হার,
কনকচাঁপা হাতের বালা
হয়ে গেল তার।
অপরাজিতা কাজল হল
রঙ্গন ঠোঁটের লাল,
কামিনী তার নূপূর হয়ে
উড়িয়ে দিল পাল।
মৃদুমন্দ বাতাস যেন
করছে আয়োজন,
বধূবরণ হবে এবার
এলো শুভক্ষণ।
কুহুস্বরে বাজছে সানাই
কলতানে গান,
অলিরা সব বাজিয়ে বাঁশি
করে ঐকতান।
আর সহে না দেরি ধরার
খুশির যে নেই অন্ত,
এসো আমার ঘরে এসো,
এসো হে বসন্ত।
কুয়াশা
মেঘের ভেলা ভাসিয়ে দিলে....
পাতাঝরা গাছগুলিতে
দিলে সবুজ ঢেউ,
পলাশরঙা ঘোমটা পরে
সাজলে নতুন বউ।
কিশলয়ের শাড়ি তোমার
সূর্যমূখীর দুল,
যুঁইয়ের মালা দিয়ে বাঁধা
কাজলকালো চুল।
শিমুল পায়ের আলতা হল
গোলাপ হল হার,
কনকচাঁপা হাতের বালা
হয়ে গেল তার।
অপরাজিতা কাজল হল
রঙ্গন ঠোঁটের লাল,
কামিনী তার নূপূর হয়ে
উড়িয়ে দিল পাল।
মৃদুমন্দ বাতাস যেন
করছে আয়োজন,
বধূবরণ হবে এবার
এলো শুভক্ষণ।
কুহুস্বরে বাজছে সানাই
কলতানে গান,
অলিরা সব বাজিয়ে বাঁশি
করে ঐকতান।
আর সহে না দেরি ধরার
খুশির যে নেই অন্ত,
এসো আমার ঘরে এসো,
এসো হে বসন্ত।
কুয়াশা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রবীর বর্মন ০৩/০৩/২০১৫খুব ভালো লাগল। শুভেচ্ছা জানাই কবিকে।
-
অ ০৩/০৩/২০১৫সুন্দর ...
-
ফিরোজ মানিক ০৩/০৩/২০১৫বসন্ত আসে ফিরে, বাতাস বহে ধীরে, কুয়াশা গাঁথে কাব্য কুয়াশার নীড়ে।
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫ভালো লাগলো ...............।।সুন্দর লিখা
-
রইস উদ্দিন খান আকাশ ০৩/০৩/২০১৫সুন্দর ছন্দ