তুষারশ্বেতা ও আমি
হঠাৎ সেদিন দেখা হল
তুষারশ্বেতার সাথে,
রাজকুমারও সঙ্গে ছিল
হাতটা রেখে হাতে।
সুন্দরী সেই রাজকন্যা
সাতবামনের মিতা,
দুষ্টু রাণী সৎমা ছিল
ছিল না তো মাতা।
রাজার কুমার পক্ষীরাজে
সেই যে নিয়ে গেল...
তারপর আর জানতামই না
কি যে তাদের হল?
হঠাৎ সেদিন দেখা পেয়ে
রূপকথারই দেশে,
কেমন তারা আছে এখন
জানতে পেলাম শেষে।
এখন সে আর ছোট্টটি নেই
হয়েছে দেশের রাণী,
তাদের দেশে সবাই সুখী
সকল প্রকার প্রাণী।
দুটি আছে রাজপুত্র
একটি রাজার মেয়ে|
রূপে ,গুণে সুন্দরী সে
তুষারশ্বেতার চেয়ে।
রাজপুত্র রাজ্য চালায়
নতুন রাজা হয়ে,
প্রজারা সব দারুন খুশী
এমন রাজা পেয়ে।
এত সুখের মাঝেও তবু
তাদের মনে ব্যথা,
এখন তো আর কেউ শোনেনা
তুষারশ্বেতার কথা।
সবাই তাকে ভুলে গেছে
ছোট্ট খোকাখুকু,
গল্প শোনার সময় তাদের
হয়না এতটুকু।
ছোট্টসোনার মনের কোনে
তুষারশ্বেতার বাস।
তারাই তাকে ভুলে গেছে
তাইতো সে উদাস।
আমি তাকে বলে এলাম
চিন্তা কর কেন?
সবার মনেই আছ তুমি
এটা শুধু জেনো।
যতদিন থাকবে মায়া
রূপকথারই দেশ,
তুষারশ্বেতাও থাকবে নিয়ে
গল্পকথার রেশ।
***************কুয়াশা*****************
তুষারশ্বেতার সাথে,
রাজকুমারও সঙ্গে ছিল
হাতটা রেখে হাতে।
সুন্দরী সেই রাজকন্যা
সাতবামনের মিতা,
দুষ্টু রাণী সৎমা ছিল
ছিল না তো মাতা।
রাজার কুমার পক্ষীরাজে
সেই যে নিয়ে গেল...
তারপর আর জানতামই না
কি যে তাদের হল?
হঠাৎ সেদিন দেখা পেয়ে
রূপকথারই দেশে,
কেমন তারা আছে এখন
জানতে পেলাম শেষে।
এখন সে আর ছোট্টটি নেই
হয়েছে দেশের রাণী,
তাদের দেশে সবাই সুখী
সকল প্রকার প্রাণী।
দুটি আছে রাজপুত্র
একটি রাজার মেয়ে|
রূপে ,গুণে সুন্দরী সে
তুষারশ্বেতার চেয়ে।
রাজপুত্র রাজ্য চালায়
নতুন রাজা হয়ে,
প্রজারা সব দারুন খুশী
এমন রাজা পেয়ে।
এত সুখের মাঝেও তবু
তাদের মনে ব্যথা,
এখন তো আর কেউ শোনেনা
তুষারশ্বেতার কথা।
সবাই তাকে ভুলে গেছে
ছোট্ট খোকাখুকু,
গল্প শোনার সময় তাদের
হয়না এতটুকু।
ছোট্টসোনার মনের কোনে
তুষারশ্বেতার বাস।
তারাই তাকে ভুলে গেছে
তাইতো সে উদাস।
আমি তাকে বলে এলাম
চিন্তা কর কেন?
সবার মনেই আছ তুমি
এটা শুধু জেনো।
যতদিন থাকবে মায়া
রূপকথারই দেশ,
তুষারশ্বেতাও থাকবে নিয়ে
গল্পকথার রেশ।
***************কুয়াশা*****************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শম্পা ১০/০২/২০১৫খুব ভালো লাগল।
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫darun lekha @@@ anek bar pora holo
-
সাইদুর রহমান ৩১/০১/২০১৫বাহ চমৎকার লিখেছেন।
শুভেচ্ছা নিবেন। -
ফিরোজ মানিক ৩০/০১/২০১৫পড়তে পড়তে হারিয়ে গেলাম রূপকথার কহিনী, কুয়াশাতে ভিজে ভিজেও কুয়াশাকে ভুলিনি। ধন্যবাদ কুয়াশা।
-
সুব্রত দাশ আপন ২৯/০১/২০১৫বেশ ভালো লাগলো রুপ কথার কবিতা। এ যেন অন্য এক স্বপ্নপুরীতে বসবাস।
-
আহমাদ মাগফুর ২৯/০১/২০১৫কুয়াশার রুপকথায় আচ্ছন্ন হয়ে গেলাম!
-
হাসান কামরুল ২৯/০১/২০১৫ওয়াও !!!
অন্তমিলের নৃত্য, খুব ভালো লাগলো। -
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫দারুন...।।
-
আবু সাহেদ সরকার ২৯/০১/২০১৫ছন্দে ছন্দে পড়লাম, বেশ লাগলো পড়তে। ভালো থাকবেন সতত।
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫darun @ valo
-
স্বপন শর্মা ২৯/০১/২০১৫সুন্দর ছন্দ..
-
আবিদ আল আহসান ২৮/০১/২০১৫নাইচ
-
অ ২৮/০১/২০১৫সুন্দর রুপকথাময় কাব্য ।
মুগ্ধকরা লেখা ।
শুভেচ্ছা রইল ।