বৃষ্টি ও অভিমান
বৃষ্টি তোমার জলের ছোঁয়ায়
ভিজিয়ে দিলে মন,
হৃদয় জুড়ে উঠছে ভেসে
অতীতদিনের ক্ষণ।
ফোঁটায় ফোঁটায় ঝরিয়ে দিলে
চোখের কোণের জল,
দুঃখ জমা মনের আকাশ,
করলে সুনির্মল ।
হারিয়ে যাওয়া কথার স্রোতে
ভাঙ্গলো মনের বাঁধ,
চোখের কোণের অশ্রু ফোঁটা
করছে প্রতিবাদ।
বৃষ্টি তুমি অভিমানী,
আমার মনের মত
চোখের জলে তাইতো ভাসাও
অতীত স্মৃতি যত।
কি হারালাম কিবা পেলাম
ভাবতে বসি আজ,
চোখের জলে ঝাপসা হিসাব
পণ্ড হল কাজ।
বৃষ্টি তুমি কান্না হয়ে
নয়ন মাঝে এলে,
ভুলে যাওয়া অতীত স্মৃতি
ফিরিয়ে দিয়ে গেলে।
দুঃখ পেলাম কষ্ট পেলাম
হলাম অভিমানী,
বৃষ্টি তুমি অবুঝ মনের
স্মৃতির হাতছানি ।
ভিজিয়ে দিলে মন,
হৃদয় জুড়ে উঠছে ভেসে
অতীতদিনের ক্ষণ।
ফোঁটায় ফোঁটায় ঝরিয়ে দিলে
চোখের কোণের জল,
দুঃখ জমা মনের আকাশ,
করলে সুনির্মল ।
হারিয়ে যাওয়া কথার স্রোতে
ভাঙ্গলো মনের বাঁধ,
চোখের কোণের অশ্রু ফোঁটা
করছে প্রতিবাদ।
বৃষ্টি তুমি অভিমানী,
আমার মনের মত
চোখের জলে তাইতো ভাসাও
অতীত স্মৃতি যত।
কি হারালাম কিবা পেলাম
ভাবতে বসি আজ,
চোখের জলে ঝাপসা হিসাব
পণ্ড হল কাজ।
বৃষ্টি তুমি কান্না হয়ে
নয়ন মাঝে এলে,
ভুলে যাওয়া অতীত স্মৃতি
ফিরিয়ে দিয়ে গেলে।
দুঃখ পেলাম কষ্ট পেলাম
হলাম অভিমানী,
বৃষ্টি তুমি অবুঝ মনের
স্মৃতির হাতছানি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নীল মিহান ২৮/০১/২০১৫দারুণ বৃষ্টিধোয়া বৃষ্টি কাব্য
-
অ ২৬/০১/২০১৫বেশ ভালো লাগল ।
বৃষ্টি আসলেই মনকে উদাস করে দেয় ।
মনে করিয়ে দেয় অনেক পুরনো স্মৃতিকে ।
শুভেচ্ছা রইল । -
আবু সাহেদ সরকার ২৬/০১/২০১৫দারুন লাগলো ছড়া কবিতাটি। ভালো থাকবেন সতত।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/০১/২০১৫বাহ! দারুন। অনেক ভালো হয়েছে।
-
হাসান কামরুল ২৫/০১/২০১৫আমার খুব ভালো লেগেছে।
-
হাসান ইমতি ২৫/০১/২০১৫আজ ভিজে গেলাম অভিমানের বৃষ্টিতে ...
-
আবিদ আল আহসান ২৫/০১/২০১৫সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ২৫/০১/২০১৫ভালো লাগলো
কবি কুয়াশা রায়