www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সকাল ও রোদ

সকালটা আজ দুষ্টু ভারি
খেলছে লুকোচুরি।
মান হয়েছে রোদের ওপর
তাই করেছে আড়ি।

রোদের খেলাও বেশ চলেছে
খুঁজছে চারিধার---
ভাবছে--'সকাল' লুকিয়ে থেকেই
পেয়ে যাবে পার?

ছাড়ব না তো আজকে তাকে
এতো কিসের মান?
কথায় কথায় লুকিয়ে পড়া
এ কেমন অভিমান?

রূপের দেমাক খুব বেড়েছে
এতই অহংকার!!!!
বলে কি না তার রূপেতেই
মুগ্ধতা সবার!

প্রতিবাদ যেই করতে গেলাম
ওমনি হল মান--
লুকিয়ে এখন আছে বসে
করে অভিমান।

কিন্তু তাকে বুঝতে হবে
যতই করুক মান,
রোদকে ছাড়া ওই রূপসীর
নেই যে কোনই দাম।

<<<<<<<<<<<<<<<<<কুয়াশা>>>>>>>>>>>>>>>>>>>
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫
    fine @ anek bar kore pora holo
  • অগ্নিপক্ষ ২৪/০১/২০১৫
    হাই
    • অগ্নিপক্ষ ২৪/০১/২০১৫
      গুড জব কুয়াশা
      • অগ্নিপক্ষ ২৪/০১/২০১৫
        কিপ রাইটিং
  • সবুজ আহমেদ কক্স ২৪/০১/২০১৫
    darun kuasha rai
  • হা হা হা অভিমান তো দেখি আপনিই বেশী করেছেন লেখায় তাই প্রকাশ হয়েছে বলে আমি অনুভব করলাম।
    যাহোক লেখা পড়ে খুব ভালো লেগেছে। আমার পাতায় আমন্ত্রন রইলো
    • কুয়াশা রায় ২৫/০১/২০১৫
      আপনার আমন্ত্রন সাদরে গ্রহন করলাম।না না অভিমান সকালেরই হয়েছিল।আমি তো তার কথাটা শুধু নিজের মত করে জানালাম।
  • সত‌্যি চমৎকার হয়েছে।
 
Quantcast