ফুচকা
দেখলে আসে জিভে জল,
আলু-মটর আর টকের জল,
নাদুস নুদুস দেখতে বেশ,
এক কামড়েই করব শেষ।
ঝাল-ঝাল আর টকের স্বাদ,
আহা! কাকে দেব বাদ ???
তাই টপাটপ মুখে পোরা,
ঐখানেতেই থাকুক ওরা।
নাকে,মুখে,চোখে জল,
অতিমাত্রায় ঝালের ফল।
তা বলে কি খাওয়া বাদ!
এটাই তো আসল স্বাদ!
ফুচকা খাবো ঝাল ছাড়া!!
এটা কেমন কথার ধারা!!
ঝালে টকে মিশলে তবে
এমন 'মধুর স্বাদ ' হবে।
খাওনা এসব? যাওতো ভাই!
এইখানে আর জায়গা নাই।
কুয়াশা
আলু-মটর আর টকের জল,
নাদুস নুদুস দেখতে বেশ,
এক কামড়েই করব শেষ।
ঝাল-ঝাল আর টকের স্বাদ,
আহা! কাকে দেব বাদ ???
তাই টপাটপ মুখে পোরা,
ঐখানেতেই থাকুক ওরা।
নাকে,মুখে,চোখে জল,
অতিমাত্রায় ঝালের ফল।
তা বলে কি খাওয়া বাদ!
এটাই তো আসল স্বাদ!
ফুচকা খাবো ঝাল ছাড়া!!
এটা কেমন কথার ধারা!!
ঝালে টকে মিশলে তবে
এমন 'মধুর স্বাদ ' হবে।
খাওনা এসব? যাওতো ভাই!
এইখানে আর জায়গা নাই।
কুয়াশা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রফছান খাঁন ১৯/০১/২০১৫বাহ ! সুন্দর
-
অ ১৯/০১/২০১৫ওয়াও দারুন হয়েছে ।
একবারে জিভে জল এসে গেল । -
অগ্নিপক্ষ ১৯/০১/২০১৫ভ্দকা দিয়ে ফুচকা খেতে দারুণ লাগে।
-
সুব্রত দাশ আপন ১৯/০১/২০১৫বেশ ভালো লাগলো। কবি শুভ্ছো আপনাকে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/০১/২০১৫বাহ! দারুন ছড়া। প্রকাশ না করে আর উপায় নেই। অনেক ভালো লাগলো। চালিয়ে যান..........