www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পেতাম যদি ইচ্ছেডানা

পেতাম যদি ইচ্ছেডানা মেঘবলাকা হয়ে...
বার্তা আমার পৌঁছে দিতাম তোমার কাছে গিয়ে।
উজাড় করে দিতাম আমার সকল অনুভূতি,
চোখের মাঝে সাজিয়ে নিতাম তোমার প্রতিকৃতি।

ব্যস্ত সকাল,অলস দুপুর,রঙীন বিকেলবেলা,
যখন আমার হৃদমাঝারে দিয়ে যেত দোলা---
চোখের মাঝে সাজিয়ে রাখা তোমার ছবিখানা,
সঙ্গী হয়ে মনের মাঝে করত আনাগোনা।

পেতাম যদি ইচ্ছেডানা দোয়েলপাখী হতাম,
উড়ে উড়ে,ঘুরে ঘুরে তোমার বাড়ী যেতাম।
রবির আলো যখন তোমার পড়ত চোখের পরে,
দুষ্টু শিসে ঘুম ভাঙাতাম মিষ্টি সুরে সুরে।

ঘুমভাঙা ঐ দৃষ্টি তোমার,ঘুমের অলসতা,
কত কথা বলে দিত ভেঙে নীরবতা|
যখন আমি উদাস হয়ে থাকতাম আনমনে,
নীরব সেসব চোখের ভাষা পড়ত আমার মনে।

পেতাম যদি ইচ্ছেডানা বাতাস হতাম আমি,
সারাটিদিন তোমার সাথে করতাম পাগলামি।
গুছিয়ে রাখা তোমার সবই হত এলোমেলো
অবাক হয়ে ভাবতে বসে কেন এমন হলো?

মুখের উপর পড়ত এসে বিরক্তি একরাশ,
ভাবতে বসে দুষ্টু হাওয়ার এ কেমন পরিহাস!
ভাবতে বসে তোমার কথা এসব মনে হতো,
নিঃসঙ্গ দিন-রাত্রিগুলো দিব্যি কেটে যেতো।

-------------কুয়াশা---------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কামরুল ২৮/০১/২০১৫
    খুব ভালো লাগলো।
  • নাজমুল আহসান ১২/০১/২০১৫
    পেতাম যদি ইচ্ছে ডানা ঘুড়ি হয়ে উড়ে উড়ে তোমার বাড়ি যেতাম । ধন্যবাদ কবি ।
  • শম্পা ০২/০১/২০১৫
    ভীষণ মন ছুঁয়ে যাওয়া কবিতা। ভালো থাকবেন।
  • ০২/০১/২০১৫
    অসম্ভব সুন্দর হয়েছে ।
    ভালোলাগা রইল ।
  • তুহিনা সীমা ৩১/১২/২০১৪
    সত্যি যদি একটা ইচ্ছে ডানা পেতাম খুব ভালো হতো। সুন্দর কবিতা।
  • অনেক ভালো লাগলো। আপনার প্রথম লেখা এটি। আসরে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। অনেক সুন্দর হয়েছে লেখাটি। প্রিয়তে রেখে দিলাম। শুভ কামনা থাকলো।
 
Quantcast