www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আম্র মুকুল

সবুজ পরির স্বর্ণের দুল,
নয়ন জুড়ানো আম্র মুকুল।
থোকায় থোকায় ফুটিয়াছে তাহা,
অজান্তে মন বলবে তো আহা!

ফুল আর ফুল ফুলেরই রাশি,
আনন্দে মন বলে ভালোবাসি,
মুকুলে মুকুলে ছেয়েছে তো শাখি,
বিমোহিত করে সবারই আঁখি।

কনক প্রদীপ আলোর সে ছবি,
ভাবনা জাগায় ভাবে নব কবি।
ছোট ফুলগুলি আঁখি মেলে চায়,
নিদ মাখা চোখে ডেকে কথা কয়।

হাসি হাসি মুখ দেখে মধুকর,
দলে দলে আসে সারা দিনভর।
খুশবু সুবাসে পায় শিহরণ,
মুখে মুখে মধু করে আহরণ।

হলুদ শিষের অপরূপ রূপ,
দিনভর সুখে করে থাকে চুপ।
কুহেলি চাদরে সন্ধ্যার কালে,
কায়া ঢেকে নেয় ছোট ফুলদলে।

কলিকা- কোরক শাখে রাশি রাশি,
কৃষকের চোখে স্বপনের হাসি।
সুদিন আনবে এই মঞ্জরি,
বোল হবে সোনা চায় যদি হরি।

আশ্বাস -আশা আছে ফুল মাঝে,
আজকের বোল ফল হবে সে যে।
ফল থেকে তা যে মহিরুহ হবে!
দানী হয়ে সে যে বহুদিন রবে।

বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৬+৬
লয় - মধ্যম
ছন্দের নাম -মাত্রাবৃত্ত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast