আঁধারে আলো
আঁধারে আলো
দু হাজার বিশ দিল তীব্র বিষ
হরিয়া নিযুত প্রাণ,
বেমারি করোনা দিল যে যাতনা
কাড়িয়া অনেক জান।
চীন হয়ে এসে ঘুরে দেশে দেশে
দেখাল যে মহাত্রাস,
কাঁদাল যে বিশ্ব প্রাণ করে নিঃস্ব
প্রিয় জনে করে নাশ।
কফিনে কফিনে দেহ মৃত জনে
কখনো ভরেছে গোর,
আসেনি স্বজন করিতে দাফন
ওঠেনি তো কোনো শোর।
অভাব বেড়েছে ক্ষুধার্ত বেড়েছে
অনেকের গেছে কাজ,
বেচারা মানুষ হয়েছে বেহুঁশ
সকালে দেখেছে সাঁঝ।
লেখা-পড়া বন্ধ হারিয়েছে ছন্দ
পড়ুয়ার দল যারা,
সাধারণ রোগ দিয়েছিল ভোগ
হয়ে যে চিকিৎসা হারা।
বছরের শেষে মেলে অবশেষে
করোনার ঐ ভ্যাকসিন,
আঁধারের মাঝে আলো হয়ে তা যে
দেখাচ্ছে নতুন দিন।
বি.দ্র. স্তবক - দুই চরণের
চরণ - তিন পর্বের
পর্ব - ৬+৬+৮
লয় - ধীর
ছন্দের নাম - অক্ষরবৃত্ত (লঘু ত্রিপদী)
দু হাজার বিশ দিল তীব্র বিষ
হরিয়া নিযুত প্রাণ,
বেমারি করোনা দিল যে যাতনা
কাড়িয়া অনেক জান।
চীন হয়ে এসে ঘুরে দেশে দেশে
দেখাল যে মহাত্রাস,
কাঁদাল যে বিশ্ব প্রাণ করে নিঃস্ব
প্রিয় জনে করে নাশ।
কফিনে কফিনে দেহ মৃত জনে
কখনো ভরেছে গোর,
আসেনি স্বজন করিতে দাফন
ওঠেনি তো কোনো শোর।
অভাব বেড়েছে ক্ষুধার্ত বেড়েছে
অনেকের গেছে কাজ,
বেচারা মানুষ হয়েছে বেহুঁশ
সকালে দেখেছে সাঁঝ।
লেখা-পড়া বন্ধ হারিয়েছে ছন্দ
পড়ুয়ার দল যারা,
সাধারণ রোগ দিয়েছিল ভোগ
হয়ে যে চিকিৎসা হারা।
বছরের শেষে মেলে অবশেষে
করোনার ঐ ভ্যাকসিন,
আঁধারের মাঝে আলো হয়ে তা যে
দেখাচ্ছে নতুন দিন।
বি.দ্র. স্তবক - দুই চরণের
চরণ - তিন পর্বের
পর্ব - ৬+৬+৮
লয় - ধীর
ছন্দের নাম - অক্ষরবৃত্ত (লঘু ত্রিপদী)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ০৮/০১/২০২১অসাধারণ ছন্দের খেলা।
-
Md. Rayhan Kazi ০৬/০১/২০২১অসাধারণ লেখনী
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০১/২০২১বেদনার চিত্র।
-
ফয়জুল মহী ০৪/০১/২০২১অনিন্দ্য সুন্দর ভাবনায় সাবলীল প্রকাশ।