শীতার্ত
পোউষের ঐ সাথে সাথে,
জেঁকে এল শীত,
লেপ তোশকের মাঝে শুয়ে
সুখেতে যাই নিদ।
জ্যাকেট গায়ে কেডস তো পায়ে
রাস্তা দিয়ে হাঁটি,
দেখি তখন কাঁপছে কারা,
বসে গুটিসুটি।
বাবা বলে ওরা হলো
পথের শিশু সবে,
আব্বাও নেই আম্মাও নেই,
চাদর কোথায় পাবে?
আমি বলি তোমার বাবা,
অভাব নেই তো কোনো,
দাও না ওদের শীতের পোশাক,
আপন ওরা জেনো।
বাবা বলে তুমি খোকা
ও সব বুঝবে নাকো,
বড় হলে বুঝবে তখন
চুপটি করে থাকো।
বাসায় ফিরে অনেক ভেবে
মাকে বলি আমি,
মাতা শুনে আঁখি মোছে,
আদরে দেয় হামি।
টিফিন কেনার টাকা দিয়ে
কিনলাম শীতের জামা,
জামা পেয়ে সেই শিশুরা,
বলল আমায় মামা।
কাপড় পেয়ে তাদের মুখে,
উঠল ফুটে হাসি,
মাতা আমায় বুকে ধরে
নয়ন জলে ভাসি।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,তবে ২য় ও ৪র্থ
চরণের শেষে অপূর্ণ অসম পর্ব আছে
এবং চরণগুলো মিত্রাক্ষর।
পর্ব - পূর্ণ-৪,অপূর্ণ ১ বা ২ মাত্রার
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত
জেঁকে এল শীত,
লেপ তোশকের মাঝে শুয়ে
সুখেতে যাই নিদ।
জ্যাকেট গায়ে কেডস তো পায়ে
রাস্তা দিয়ে হাঁটি,
দেখি তখন কাঁপছে কারা,
বসে গুটিসুটি।
বাবা বলে ওরা হলো
পথের শিশু সবে,
আব্বাও নেই আম্মাও নেই,
চাদর কোথায় পাবে?
আমি বলি তোমার বাবা,
অভাব নেই তো কোনো,
দাও না ওদের শীতের পোশাক,
আপন ওরা জেনো।
বাবা বলে তুমি খোকা
ও সব বুঝবে নাকো,
বড় হলে বুঝবে তখন
চুপটি করে থাকো।
বাসায় ফিরে অনেক ভেবে
মাকে বলি আমি,
মাতা শুনে আঁখি মোছে,
আদরে দেয় হামি।
টিফিন কেনার টাকা দিয়ে
কিনলাম শীতের জামা,
জামা পেয়ে সেই শিশুরা,
বলল আমায় মামা।
কাপড় পেয়ে তাদের মুখে,
উঠল ফুটে হাসি,
মাতা আমায় বুকে ধরে
নয়ন জলে ভাসি।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,তবে ২য় ও ৪র্থ
চরণের শেষে অপূর্ণ অসম পর্ব আছে
এবং চরণগুলো মিত্রাক্ষর।
পর্ব - পূর্ণ-৪,অপূর্ণ ১ বা ২ মাত্রার
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ২১/১২/২০২০চমৎকার অনুভূতি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/১২/২০২০শীতর্তদের পাশে থাকা আমাদের দায়িত্ব।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/১২/২০২০বেশ ভালো।
-
ফয়জুল মহী ২০/১২/২০২০Valo laglo kobita