শহিদদের স্বপ্ন পূরণ
মায়ের অশ্রুতে বীরের রক্ততে
আসিয়াছে স্বাধীনতা,
বহিনের ত্যাগে জনকের ত্যাগে
ঘুচেছে পরাধীনতা।
দিয়ে তাজা প্রাণ গেয়েছে যে গান
স্বাধীনতা স্বাধীনতা,
মরণ সমর হয়েছে মুখর
পালিয়েছে অধীনতা।
বীরের বেদন শহিদ চেতন
এখনও আছে অধরা,
করতে পূরণ তাদের স্বপন
সচেষ্ট হব যে আমরা।
তরুণের কানে কিশোরির প্রাণে
দিতে হবে সেই মন্ত্র,
একাত্তর সালে ঐ বীর দামালে
কেন ধরেছিল অস্ত্র ?
জ্ঞান সাধনায় বিদ্যার চর্চায়
শিক্ষার্থীরা ব্রতী হবে,
শিক্ষক সমাজ হইয়া দরাজ
পাঠদানে নিযুক্ত রবে।
সওদাগর যদি করে সে রাজনীতি
হয় কি দেশের সেবা?
অসাধু যে ব্যবসা ভরায় পয়সা
নর তারে কয় কেবা?
জ্ঞানী ’ গবেষণা ডাক্তারের সেবা
হতে হবে বড় খাঁটি,
তা যদি না হয় নেই তো উপায়
স্বাধীনতা হবে মাটি।
বি.দ্র. স্তবক - দুই চরণের
চরণ - তিন পর্বের
পর্ব - ৬+৬+৮
লয় - ধীর
ছন্দের নাম - অক্ষরবৃত্ত (লঘু ত্রিপদী)
আসিয়াছে স্বাধীনতা,
বহিনের ত্যাগে জনকের ত্যাগে
ঘুচেছে পরাধীনতা।
দিয়ে তাজা প্রাণ গেয়েছে যে গান
স্বাধীনতা স্বাধীনতা,
মরণ সমর হয়েছে মুখর
পালিয়েছে অধীনতা।
বীরের বেদন শহিদ চেতন
এখনও আছে অধরা,
করতে পূরণ তাদের স্বপন
সচেষ্ট হব যে আমরা।
তরুণের কানে কিশোরির প্রাণে
দিতে হবে সেই মন্ত্র,
একাত্তর সালে ঐ বীর দামালে
কেন ধরেছিল অস্ত্র ?
জ্ঞান সাধনায় বিদ্যার চর্চায়
শিক্ষার্থীরা ব্রতী হবে,
শিক্ষক সমাজ হইয়া দরাজ
পাঠদানে নিযুক্ত রবে।
সওদাগর যদি করে সে রাজনীতি
হয় কি দেশের সেবা?
অসাধু যে ব্যবসা ভরায় পয়সা
নর তারে কয় কেবা?
জ্ঞানী ’ গবেষণা ডাক্তারের সেবা
হতে হবে বড় খাঁটি,
তা যদি না হয় নেই তো উপায়
স্বাধীনতা হবে মাটি।
বি.দ্র. স্তবক - দুই চরণের
চরণ - তিন পর্বের
পর্ব - ৬+৬+৮
লয় - ধীর
ছন্দের নাম - অক্ষরবৃত্ত (লঘু ত্রিপদী)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১২/১২/২০২০অসাধারণ লেখেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/১২/২০২০excellent
-
ফয়জুল মহী ১১/১২/২০২০অপূর্ব চিন্তায় অত্যন্ত পরিস্নাত লেখা।