লোভী লোক
দরিদ্রতা ছিল অজ্ঞের
পা বাড়াল বশে লোভের
চোরাকারবার মন্দ ব্যবসা,
ফুলে ফেঁপে হলো ঢ্যাপসা।
রাজনীতির সে লেবাস ধরে
দলবাজির ঐ প্রভাব করে
ভূমির বেসাত, জবর দখল,
মজুতদারি, নদী দখল।
তনকা হলো হাজার কোটি,
চড়ার গাড়ি পাঁচটি-ছয়টি,
প্লট, ফ্লাট এবং জমি বাড়ি,
হয়েছে যে কাঁড়ি কাঁড়ি।
তরল টাকা নিযুত কোটি,
ফিক্সড ডিপজিট লক্ষ-কোটি,
দেশের বাইরে পাচার করে
নগদ টাকা আর না ধরে।
বস্তায় টাকা গর্তে টাকা,
সিন্ধুক, বাক্সে যায় না রাখা।
দানি সেজে সে দান করে
ভালো নররে মুখোশ ধরে।
পাপের টাকা যে কথা কয়,
বেড়ার বাইরে কান জেগে রয়,
খোঁজ পেল তো আইনের লোক,
টের পায় এবে লোভী লোক।
কয়েদখানায় আটকে রাখল,
অবৈধ সব সিজ তো করল।
বিচার চলল যে বহুক্ষণ,
সাজা হলো যাবজ্জীবন।
পা বাড়াল বশে লোভের
চোরাকারবার মন্দ ব্যবসা,
ফুলে ফেঁপে হলো ঢ্যাপসা।
রাজনীতির সে লেবাস ধরে
দলবাজির ঐ প্রভাব করে
ভূমির বেসাত, জবর দখল,
মজুতদারি, নদী দখল।
তনকা হলো হাজার কোটি,
চড়ার গাড়ি পাঁচটি-ছয়টি,
প্লট, ফ্লাট এবং জমি বাড়ি,
হয়েছে যে কাঁড়ি কাঁড়ি।
তরল টাকা নিযুত কোটি,
ফিক্সড ডিপজিট লক্ষ-কোটি,
দেশের বাইরে পাচার করে
নগদ টাকা আর না ধরে।
বস্তায় টাকা গর্তে টাকা,
সিন্ধুক, বাক্সে যায় না রাখা।
দানি সেজে সে দান করে
ভালো নররে মুখোশ ধরে।
পাপের টাকা যে কথা কয়,
বেড়ার বাইরে কান জেগে রয়,
খোঁজ পেল তো আইনের লোক,
টের পায় এবে লোভী লোক।
কয়েদখানায় আটকে রাখল,
অবৈধ সব সিজ তো করল।
বিচার চলল যে বহুক্ষণ,
সাজা হলো যাবজ্জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৫/১২/২০২০অসাধারণ লেখনী
-
পি পি আলী আকবর ০৩/১২/২০২০সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/১২/২০২০খুব সুন্দর।
-
ফয়জুল মহী ০২/১২/২০২০খুব সুন্দর লেখা I ভালো লাগলো