লোভের ফল
জন কয়েক লোক ছিল এক জোট,
করত ব্যবসা হয়ে এক জোট।
পঁচিশ টাকা দরে পিঁয়াজ,
কিনল তারা ষোলো জাহাজ।
রেখে দিল গুদাম ভরে
বেশি করে লাভের তরে
পঞ্চাশ টাকা দর যে হলো,
তবু তারা নাহি বেচলো।
আশা ছিল জেয়াদা লাভ
লাভে লাভে হবে সয়লাব!
ঘাটতি দেখে পেঁয়াজ অমনি
সরকার আনলো ঢের চালানি।
কমতে লাগল পেঁয়াজের দাম
বেচা-কেনা এবার হরদম,
হয়ে গেল অনেকটা যাম,
পচন ধরল সেই সেই গুদাম।
এবার তারা দিশেহারা
দিনে দেখে রাতের তারা,
শুরু করল পেঁয়াজ বিক্রি,
আইনের লোক জানল শীঘ্রি।
বেশি মজুদ যে অপরাধ
পুলিশের লোক দিল যে বাধ,
অনেক লোভের ঐ পরিণাম,
কোর্ট বসিল যে ভ্রাম্যমাণ।
সিজ করে তা করল নিলাম,
সিলগালা হয় সেই সেই গুদাম।
নিযুত টাকা জরিমানা,
বাতিল হলো লাইসেন্সখানা।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম -স্বরবৃত্ত
করত ব্যবসা হয়ে এক জোট।
পঁচিশ টাকা দরে পিঁয়াজ,
কিনল তারা ষোলো জাহাজ।
রেখে দিল গুদাম ভরে
বেশি করে লাভের তরে
পঞ্চাশ টাকা দর যে হলো,
তবু তারা নাহি বেচলো।
আশা ছিল জেয়াদা লাভ
লাভে লাভে হবে সয়লাব!
ঘাটতি দেখে পেঁয়াজ অমনি
সরকার আনলো ঢের চালানি।
কমতে লাগল পেঁয়াজের দাম
বেচা-কেনা এবার হরদম,
হয়ে গেল অনেকটা যাম,
পচন ধরল সেই সেই গুদাম।
এবার তারা দিশেহারা
দিনে দেখে রাতের তারা,
শুরু করল পেঁয়াজ বিক্রি,
আইনের লোক জানল শীঘ্রি।
বেশি মজুদ যে অপরাধ
পুলিশের লোক দিল যে বাধ,
অনেক লোভের ঐ পরিণাম,
কোর্ট বসিল যে ভ্রাম্যমাণ।
সিজ করে তা করল নিলাম,
সিলগালা হয় সেই সেই গুদাম।
নিযুত টাকা জরিমানা,
বাতিল হলো লাইসেন্সখানা।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম -স্বরবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৩/১১/২০২০অসাধারণ লেখা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/১১/২০২০অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/১১/২০২০best post
-
ফয়জুল মহী ১১/১১/২০২০দারুণ চিন্তা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/১১/২০২০লোভে পাপ, পাপে মৃত্যু।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/১১/২০২০সুন্দর।