উপরি কারবার
আমাদের ধর্ম দাদা দেখলে সাদাসিধা,
ভাবখানা এমন যেন মনে নেই কাদা,
বড় এক চাকরি তার উপরি কারবার,
টাকা ছাড়া ফাইল সে তো ধরে না আরবার।
ধর্মে তার খুব মন ত্রিসন্ধ্যা আচমন,
পোশাকে আশাকে যেন ধর্মেতে মগন,
বাঁহাতি রোজগারেই সে করল বাড়ি ঘর,
বউ আর ছেলে নিয়ে যাচ্ছে ভালো তার।
হাতেতে অনেক টাকা ভাবল একা একা,
জীবনটা কেমন জানি লাগে ফাঁকা ফাঁকা,
কচি এক মুখ দেখে করল পুন বিয়া,
পুরা জায়া চলে গেল প্রাণে দুঃখ নিয়া।
পাঠাল সে ছেলেটাকে পড়িতে লন্ডন,
লেখা-পড়া হবে কেন? ঘুরত সারাক্ষণ,
টাকা দিল বন্ধ করে ফিরল না আর সে,
বাপের সম বেটা সে থাকিল বিদেশে।
নতুন বিবির বায়না শাড়ি আর গয়না,
এখনই লাগিবে তার দেরি তো সয় না,
লাগে তার বহু টাকা ঘুরিতে ফিরিতে,
ঘুষ নেয় চোখ বুজে রাখে তা ঘরেতে।
ঘুষ নেওয়া অপরাধ ধরিল পুলিশে,
প্রথমেই চাকরি গেল থাকল কারাবাসে।
দিনে দিনে বহু দিন থাকল ছয় মাস,
ঘুষ তার জীবনেতে আনল সর্বনাশ।
বিচারেতে রায় হলো সাত সন জেল,
লাখ টাকা জরিমানা, করে যদি ফেল,
অনাদায়ে আরও হবে দুই সন জেল,
রায় শুনে ধর্মদার হার্ট যেন ফেল।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৮+৬
লয় - ধীর
ছন্দের নাম - অক্ষরবৃত্ত
ভাবখানা এমন যেন মনে নেই কাদা,
বড় এক চাকরি তার উপরি কারবার,
টাকা ছাড়া ফাইল সে তো ধরে না আরবার।
ধর্মে তার খুব মন ত্রিসন্ধ্যা আচমন,
পোশাকে আশাকে যেন ধর্মেতে মগন,
বাঁহাতি রোজগারেই সে করল বাড়ি ঘর,
বউ আর ছেলে নিয়ে যাচ্ছে ভালো তার।
হাতেতে অনেক টাকা ভাবল একা একা,
জীবনটা কেমন জানি লাগে ফাঁকা ফাঁকা,
কচি এক মুখ দেখে করল পুন বিয়া,
পুরা জায়া চলে গেল প্রাণে দুঃখ নিয়া।
পাঠাল সে ছেলেটাকে পড়িতে লন্ডন,
লেখা-পড়া হবে কেন? ঘুরত সারাক্ষণ,
টাকা দিল বন্ধ করে ফিরল না আর সে,
বাপের সম বেটা সে থাকিল বিদেশে।
নতুন বিবির বায়না শাড়ি আর গয়না,
এখনই লাগিবে তার দেরি তো সয় না,
লাগে তার বহু টাকা ঘুরিতে ফিরিতে,
ঘুষ নেয় চোখ বুজে রাখে তা ঘরেতে।
ঘুষ নেওয়া অপরাধ ধরিল পুলিশে,
প্রথমেই চাকরি গেল থাকল কারাবাসে।
দিনে দিনে বহু দিন থাকল ছয় মাস,
ঘুষ তার জীবনেতে আনল সর্বনাশ।
বিচারেতে রায় হলো সাত সন জেল,
লাখ টাকা জরিমানা, করে যদি ফেল,
অনাদায়ে আরও হবে দুই সন জেল,
রায় শুনে ধর্মদার হার্ট যেন ফেল।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৮+৬
লয় - ধীর
ছন্দের নাম - অক্ষরবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৭/১১/২০২০ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/১১/২০২০চমৎকার।
-
হাজেরা কোরেশী অপি ০৬/১১/২০২০খুবই সুন্দর রচনা।
-
ফয়জুল মহী ০৬/১১/২০২০চমৎকার