হেমন্তের আগমন
চুপি চুপি শরৎ গেল
তার পরেতে কে গো এল ?
সবুজ ধানে ঘোমটা দিয়ে,
সে এসেছে পায়ে পায়ে।
কাঁচা ধানের মাঠে মাঠে
সবুজ ছবি চিত্রপটে,
ধানের শিষে বাতাস খেলে,
দুল দুলানি দোদুল দোলে।
শাপলা,পদ্ম বিলে ঝিলে
মাথা তুলে তারা বলে
এস এস মোদের ঘরে,
আছি মোরা থরে থরে।
শিশির নূপুর পায়ে দিয়ে
কে এল গো দুল দুলিয়ে ?
হরীতকীর ডালে ডালে,
সে তো এল ঘোমটা তুলে।
খুব ভোরেতে হিমের ছোঁয়া
কুহেলিকা ধোঁয়া ধোঁয়া
হেমন্তেরই বার্তা সবই
চারিদিকে তারই ছবি।
শিশির ভেজা সকাল বেলা
নীল আকাশে নীলের মেলা,
দুপুরেতে সফেদ আকাশ,
আবির রাঙা সাঁঝের আকাশ।
তার পরেতে কে গো এল ?
সবুজ ধানে ঘোমটা দিয়ে,
সে এসেছে পায়ে পায়ে।
কাঁচা ধানের মাঠে মাঠে
সবুজ ছবি চিত্রপটে,
ধানের শিষে বাতাস খেলে,
দুল দুলানি দোদুল দোলে।
শাপলা,পদ্ম বিলে ঝিলে
মাথা তুলে তারা বলে
এস এস মোদের ঘরে,
আছি মোরা থরে থরে।
শিশির নূপুর পায়ে দিয়ে
কে এল গো দুল দুলিয়ে ?
হরীতকীর ডালে ডালে,
সে তো এল ঘোমটা তুলে।
খুব ভোরেতে হিমের ছোঁয়া
কুহেলিকা ধোঁয়া ধোঁয়া
হেমন্তেরই বার্তা সবই
চারিদিকে তারই ছবি।
শিশির ভেজা সকাল বেলা
নীল আকাশে নীলের মেলা,
দুপুরেতে সফেদ আকাশ,
আবির রাঙা সাঁঝের আকাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৭/১১/২০২০অনিন্দ্য চয়ন করলেন
-
হাজেরা কোরেশী অপি ০৫/১১/২০২০এক কথায় অসাধারণ, পড়ে মনে একটা খুশীর আমেজ এলো।
-
ফয়জুল মহী ০৪/১১/২০২০নিপুন ভাবনা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/১১/২০২০Beautiful.
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১১/২০২০শরতের ছবি!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/১১/২০২০চমৎকার।