www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুমড়া ফুল

অতি ভোরে জেগে ওঠে
প্রাণময়ী হাসি ঠোঁটে,
দিলখুশ, ডগমগ হলদে পরি,
বসন, ভূষায় সবজের জরি।

সকাল বেলায় উদ্বেল,চঞ্চল
মুখখানা তার ঢলঢল, খলখল
সবুজ পাতার দেশে তার বাস,
উড়তে পারলে মেটে তার আশ!

চোখ তার যেন টানাটানা,
প্রজাপতি তাই দেয় হানা,
মধুর আশায় আসে ভ্রমর,
চারপাশে তার দোলায় চামর।

কর্ণে শোভে হলুদ রং দুল
পরিচয় তার হয় কুমড়া ফুল,
রূপের জন্যে সে খুব নামি,
সূর্য কিরণ দেয় তাই হামি।

দুপুর বেলায় ঘোমটা টেনে
কথা কয় কি মায়ের সনে?
রূপের বাহার থাকে না আর
সময় কি তার বিদায় নেওয়ার?

দিবা শেষে সে নিথর হয়
অচিন দেশে চলে কি যায়?
প্রাতে ছিল উছলধারা,
দেখল না সে সাঁঝের তারা।

একটা দিনের জীবন তার,
হাসি ও সুখ,দুখ, বেদনার
ফুটেছিল রূপের মায়ায়,
ঝরে গেল আঁধার ছায়ায়।

বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ০১/১১/২০২০
    অনন্য সৃজন
  • মনোমুগ্ধকর।
  • শ.ম. শহীদ ৩০/১০/২০২০
    চমৎকার!
  • Outstanding.
  • চমৎকার
  • ফয়জুল মহী ৩০/১০/২০২০
    Excellent
 
Quantcast