কুমড়া ফুল
অতি ভোরে জেগে ওঠে
প্রাণময়ী হাসি ঠোঁটে,
দিলখুশ, ডগমগ হলদে পরি,
বসন, ভূষায় সবজের জরি।
সকাল বেলায় উদ্বেল,চঞ্চল
মুখখানা তার ঢলঢল, খলখল
সবুজ পাতার দেশে তার বাস,
উড়তে পারলে মেটে তার আশ!
চোখ তার যেন টানাটানা,
প্রজাপতি তাই দেয় হানা,
মধুর আশায় আসে ভ্রমর,
চারপাশে তার দোলায় চামর।
কর্ণে শোভে হলুদ রং দুল
পরিচয় তার হয় কুমড়া ফুল,
রূপের জন্যে সে খুব নামি,
সূর্য কিরণ দেয় তাই হামি।
দুপুর বেলায় ঘোমটা টেনে
কথা কয় কি মায়ের সনে?
রূপের বাহার থাকে না আর
সময় কি তার বিদায় নেওয়ার?
দিবা শেষে সে নিথর হয়
অচিন দেশে চলে কি যায়?
প্রাতে ছিল উছলধারা,
দেখল না সে সাঁঝের তারা।
একটা দিনের জীবন তার,
হাসি ও সুখ,দুখ, বেদনার
ফুটেছিল রূপের মায়ায়,
ঝরে গেল আঁধার ছায়ায়।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত
প্রাণময়ী হাসি ঠোঁটে,
দিলখুশ, ডগমগ হলদে পরি,
বসন, ভূষায় সবজের জরি।
সকাল বেলায় উদ্বেল,চঞ্চল
মুখখানা তার ঢলঢল, খলখল
সবুজ পাতার দেশে তার বাস,
উড়তে পারলে মেটে তার আশ!
চোখ তার যেন টানাটানা,
প্রজাপতি তাই দেয় হানা,
মধুর আশায় আসে ভ্রমর,
চারপাশে তার দোলায় চামর।
কর্ণে শোভে হলুদ রং দুল
পরিচয় তার হয় কুমড়া ফুল,
রূপের জন্যে সে খুব নামি,
সূর্য কিরণ দেয় তাই হামি।
দুপুর বেলায় ঘোমটা টেনে
কথা কয় কি মায়ের সনে?
রূপের বাহার থাকে না আর
সময় কি তার বিদায় নেওয়ার?
দিবা শেষে সে নিথর হয়
অচিন দেশে চলে কি যায়?
প্রাতে ছিল উছলধারা,
দেখল না সে সাঁঝের তারা।
একটা দিনের জীবন তার,
হাসি ও সুখ,দুখ, বেদনার
ফুটেছিল রূপের মায়ায়,
ঝরে গেল আঁধার ছায়ায়।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০১/১১/২০২০অনন্য সৃজন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/১০/২০২০মনোমুগ্ধকর।
-
শ.ম. শহীদ ৩০/১০/২০২০চমৎকার!
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/১০/২০২০Outstanding.
-
আব্দুর রহমান আনসারী ৩০/১০/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ৩০/১০/২০২০Excellent