দুর্গতিনাশিনি
দিকে দিকে ওঠে তব আগমনি
থেকে থেকে শুনি ঢাক, শাঁখ, ধ্বনি
প্রদীপ শিখায় তব আহ্বান,
পবিত্রতা যে আনে চন্দন।
মঙ্গল ঘটে যে আম্রপাতা
ঘণ্টা ধ্বনিতে তোমার বারতা,
হলুদ,আবির নানা উপাদান,
নৈবেদ্য, ধূপে যে আত্মদান।
আদ্যাশক্তি তুমি মহামায়া
তোমার চরণে সঁপি মন, কায়া
দুর্গতিনাশি হে জয়দুর্গা
দুর্গম নেশে হলে যে দুর্গা।
দশ হাত নিয়ে দশভুজা হলে
ভক্তের ফের হরে তুমি নিলে,
অসুর বধিয়া অসুর নাশিনি,
শোক বিনাশিয়া দুখ বিনাশিনি।
বলের আধার মাগো ভগবতী
সন্তানে তুমি যে মাতৃমতী,
করোনা অসুর ধরায় এবার,
ত্রাতা হয়ে তুমি নাশিবে আবার।
করোনার ত্রাসে আছি মোরা সবে,
রোগ,শোক,ক্লেশ দূর হবে কবে?
কেটেছে মোদের দুখ, জ্বালা সয়ে
তোমারি আশায় পথ চেয়ে চেয়ে।
আসিয়াছ তুমি মাগো দয়াময়ী
সকল যাতনা দূর কর অয়ি,
সব অশুভরে দূর করে দাও,
ধরার বিঘ্ন হরে তুমি নাও।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৬+৬
লয় - মধ্যম
ছন্দের নাম - মাত্রাবৃত্ত
থেকে থেকে শুনি ঢাক, শাঁখ, ধ্বনি
প্রদীপ শিখায় তব আহ্বান,
পবিত্রতা যে আনে চন্দন।
মঙ্গল ঘটে যে আম্রপাতা
ঘণ্টা ধ্বনিতে তোমার বারতা,
হলুদ,আবির নানা উপাদান,
নৈবেদ্য, ধূপে যে আত্মদান।
আদ্যাশক্তি তুমি মহামায়া
তোমার চরণে সঁপি মন, কায়া
দুর্গতিনাশি হে জয়দুর্গা
দুর্গম নেশে হলে যে দুর্গা।
দশ হাত নিয়ে দশভুজা হলে
ভক্তের ফের হরে তুমি নিলে,
অসুর বধিয়া অসুর নাশিনি,
শোক বিনাশিয়া দুখ বিনাশিনি।
বলের আধার মাগো ভগবতী
সন্তানে তুমি যে মাতৃমতী,
করোনা অসুর ধরায় এবার,
ত্রাতা হয়ে তুমি নাশিবে আবার।
করোনার ত্রাসে আছি মোরা সবে,
রোগ,শোক,ক্লেশ দূর হবে কবে?
কেটেছে মোদের দুখ, জ্বালা সয়ে
তোমারি আশায় পথ চেয়ে চেয়ে।
আসিয়াছ তুমি মাগো দয়াময়ী
সকল যাতনা দূর কর অয়ি,
সব অশুভরে দূর করে দাও,
ধরার বিঘ্ন হরে তুমি নাও।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৬+৬
লয় - মধ্যম
ছন্দের নাম - মাত্রাবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/১০/২০২০দূর্গাপূজার শুভেচ্ছা।
-
সাইয়িদ রফিকুল হক ২২/১০/২০২০সুন্দর প্রার্থনা।
-
আব্দুর রহমান আনসারী ২২/১০/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২২/১০/২০২০অনবদ্য অনুপম কাব্য।