ইলশে গুঁড়ি
ইলশে গুঁড়ি ঝরছে যে আজ
চিক্কণ পাতায় বৃষ্টিরই নাচ,
পুকুর জলে ফোঁটা ফোঁটা
ইলশে গুঁড়ি গোটা গোটা।
মাছেরা আজ পরম সুখে
কাটছে সাঁতার জলের বুকে,
মাছরাঙা ঐ চুপটি করে
বসে আছে ডালের পরে।
বায়স হচ্ছে বাবুই ভেজা,
বাকি ময়রা ভাচ্ছে গজা।
গজা খাওয়ার এরকম দিন
আসেনি তো আর বহুদিন।
নদীগুলোর বাঁকে বাঁকে
চলছে ইলিশ ঝাঁকে ঝাঁকে!
সাগর জলে সাদা সোনা,
ধরতে জেলে দিচ্ছে হানা।
ঘরে ঘরে খিচুড়ি ভাত
ইলিশ ভাজা বেগুনের সাথ,
গরম গরম পাপড়, পেঁয়াজি,
মন্দ হয় না পেলে আজি।
ধানের খেতে ইলশে গুঁড়ি
ঘুম ভাঙাতে দিচ্ছে ঢেঁড়ি,
মুক্তাসম বৃষ্টির ফোঁটা
সবুজ পাতায় রূপের ছটা।
প্রাণ পেয়েছে নতুন কুঁড়ি,
সিঁড়ি ধরে হাঁটছে গেঁড়ি।
ছুঁড়ি- ছোঁড়া পাতছে আড়ি,
চারিদিকেই ইলশে গুঁড়ি।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম -স্বরবৃত্ত
চিক্কণ পাতায় বৃষ্টিরই নাচ,
পুকুর জলে ফোঁটা ফোঁটা
ইলশে গুঁড়ি গোটা গোটা।
মাছেরা আজ পরম সুখে
কাটছে সাঁতার জলের বুকে,
মাছরাঙা ঐ চুপটি করে
বসে আছে ডালের পরে।
বায়স হচ্ছে বাবুই ভেজা,
বাকি ময়রা ভাচ্ছে গজা।
গজা খাওয়ার এরকম দিন
আসেনি তো আর বহুদিন।
নদীগুলোর বাঁকে বাঁকে
চলছে ইলিশ ঝাঁকে ঝাঁকে!
সাগর জলে সাদা সোনা,
ধরতে জেলে দিচ্ছে হানা।
ঘরে ঘরে খিচুড়ি ভাত
ইলিশ ভাজা বেগুনের সাথ,
গরম গরম পাপড়, পেঁয়াজি,
মন্দ হয় না পেলে আজি।
ধানের খেতে ইলশে গুঁড়ি
ঘুম ভাঙাতে দিচ্ছে ঢেঁড়ি,
মুক্তাসম বৃষ্টির ফোঁটা
সবুজ পাতায় রূপের ছটা।
প্রাণ পেয়েছে নতুন কুঁড়ি,
সিঁড়ি ধরে হাঁটছে গেঁড়ি।
ছুঁড়ি- ছোঁড়া পাতছে আড়ি,
চারিদিকেই ইলশে গুঁড়ি।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম -স্বরবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৯/২০২০ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৯/২০২০সুখপাঠ্য।
-
ফয়জুল মহী ২২/০৯/২০২০Excellent