খেয়া মাঝি
মাঝি খেয়া দেয় সারাদিন
বৈঠা বায় বিরামহীন
হাল ধরে গীতি গায়,
লোকটা সুভাষী, লোক সেবক
সব সময় হাসি মুখ
মামুলি হিয়াটায়।
চলে নিঃসৃতির বিপরীত
পাল তোলে তক্ষণাৎ,
বাতাসের সাথে ধায়!
কাজ তার পারাপার অহভর
নেই কোনো অবসর
দাঁড় টেনে চলে যায়।
দিনটা দুর্যোগের যাত্রী কম
হাজির সে ছেড়ে ধাম!
বলে তার আছে দায়।
ঝঞ্ঝায় চেনা পথ নদীটায়
দক্ষতায় নৌকা বায়
ভীতদের সাহস দেয়।
দিন শেষ চাউল ডাল কিনে নেয়,
ভাত খেয়ে নিদ্রা যায়।
পরের দিন খেয়া বায়।
ভাবে পারাপার এনে দেয়
পুণ্যতা উপচয়,
আখেরেতে জমা হয়।
বি.দ্র. স্তবক - তিন চরণের, প্রতি স্তবকের
শেষে মিত্রাক্ষর
চরণ - ১ম চরণ তিন
পর্ব(প্রথমটা অতিপর্ব),অন্য
দুই চরণ ২ পর্বের, ১ম দুই
চরণ মিত্রাক্ষর
পর্ব - অতিপর্ব ২ মাত্রার,পূর্ণ পর্ব ৩
মাত্রার
লয় - দ্রুত
ছন্দের নাম -স্বরবৃত্ত
বৈঠা বায় বিরামহীন
হাল ধরে গীতি গায়,
লোকটা সুভাষী, লোক সেবক
সব সময় হাসি মুখ
মামুলি হিয়াটায়।
চলে নিঃসৃতির বিপরীত
পাল তোলে তক্ষণাৎ,
বাতাসের সাথে ধায়!
কাজ তার পারাপার অহভর
নেই কোনো অবসর
দাঁড় টেনে চলে যায়।
দিনটা দুর্যোগের যাত্রী কম
হাজির সে ছেড়ে ধাম!
বলে তার আছে দায়।
ঝঞ্ঝায় চেনা পথ নদীটায়
দক্ষতায় নৌকা বায়
ভীতদের সাহস দেয়।
দিন শেষ চাউল ডাল কিনে নেয়,
ভাত খেয়ে নিদ্রা যায়।
পরের দিন খেয়া বায়।
ভাবে পারাপার এনে দেয়
পুণ্যতা উপচয়,
আখেরেতে জমা হয়।
বি.দ্র. স্তবক - তিন চরণের, প্রতি স্তবকের
শেষে মিত্রাক্ষর
চরণ - ১ম চরণ তিন
পর্ব(প্রথমটা অতিপর্ব),অন্য
দুই চরণ ২ পর্বের, ১ম দুই
চরণ মিত্রাক্ষর
পর্ব - অতিপর্ব ২ মাত্রার,পূর্ণ পর্ব ৩
মাত্রার
লয় - দ্রুত
ছন্দের নাম -স্বরবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৯/২০২০খুবই সুন্দর লেখা।
-
আব্দুর রহমান আনসারী ০২/০৯/২০২০good
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৯/২০২০ভালো।
-
ফয়জুল মহী ০২/০৯/২০২০নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ