জননী
প্রাহ্ণ হয়েছে আবার উঠি উঠি রবি,
ডালে ডালে পাখি গায় অপূর্ব সে ছবি।
লাল গোল চাক হয়ে মাথা তোলে পূষা,
দিকে দিকে সাড়া পড়ে এসেছে যে উষা।
চড়ুই,বাবুই, ফিঙে করে ছোটাছুটি,
মধুজীব শীধু খোঁজে একসাথে জুটি।
মাছরাঙা, বালিহাঁস ডানা মেলে যায়,
খাবার খুঁজিয়া তারা ফিরিবে নিশ্চয়।
সোনা মাখা নদী জল করে ঝিকমিক,
পাল তোলা নাওগুলো যায় কোন দিক?
নদীতে জেলের দল মাছের শিকারি,
মৃদু বায় বয়ে যায় পশ্চিম দুয়ারি।
সবুজ হেলেঞ্চা বন কোমল বাতাসে
মাথা নেড়ে কথা কয়,হাসে ভালোবেসে,
টাকিমাছের ছানারা জননীর সাথে
চলেছে নতুন করে নতুনের পথে।
ঠক ঠক কাঠঠোকরা মেহগনির বনে
বাছুর যাইতেছে মাঠে জননীর সনে,
মায়াময় রূপ দেখে মোর জননীর,
চোখের তারাতে আসে আনন্দের নীর।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৮+৬
লয় - ধীর
ছন্দের নাম - অক্ষরবৃত্ত
ডালে ডালে পাখি গায় অপূর্ব সে ছবি।
লাল গোল চাক হয়ে মাথা তোলে পূষা,
দিকে দিকে সাড়া পড়ে এসেছে যে উষা।
চড়ুই,বাবুই, ফিঙে করে ছোটাছুটি,
মধুজীব শীধু খোঁজে একসাথে জুটি।
মাছরাঙা, বালিহাঁস ডানা মেলে যায়,
খাবার খুঁজিয়া তারা ফিরিবে নিশ্চয়।
সোনা মাখা নদী জল করে ঝিকমিক,
পাল তোলা নাওগুলো যায় কোন দিক?
নদীতে জেলের দল মাছের শিকারি,
মৃদু বায় বয়ে যায় পশ্চিম দুয়ারি।
সবুজ হেলেঞ্চা বন কোমল বাতাসে
মাথা নেড়ে কথা কয়,হাসে ভালোবেসে,
টাকিমাছের ছানারা জননীর সাথে
চলেছে নতুন করে নতুনের পথে।
ঠক ঠক কাঠঠোকরা মেহগনির বনে
বাছুর যাইতেছে মাঠে জননীর সনে,
মায়াময় রূপ দেখে মোর জননীর,
চোখের তারাতে আসে আনন্দের নীর।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৮+৬
লয় - ধীর
ছন্দের নাম - অক্ষরবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ৩০/০৮/২০২০অনবদ্য লিখেছেন
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৮/২০২০মা তুঝে সেলাম
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ২৮/০৮/২০২০Osadharon likhoni
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৮/০৮/২০২০Sundor lekhoni
-
Md. Jahangir Hossain ২৮/০৮/২০২০দারুণ উপলব্ধি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৮/২০২০Very Nice. Go ahead.
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৮/২০২০বঙ্গ জননীর মনোহরা চিত্র ফুটে উঠেছে।
মুগ্ধতা একরাশ। -
ফয়জুল মহী ২৮/০৮/২০২০Respect ma