মুটে
সবজি বাজারে গেছিনু সেদিন
জ্যান্ত মাছও খাইনি কদিন,
কিনেছি সবজি এক থলে ভরে।
যত কিনি তবু মন নাহি ভরে,
মাছের বাজারে চড়া দাম শুনে
কত টাকা আছে? দেখি গুণে গুণে।
এমন সময়ে তাকে দেখিলাম
সম্মুখে এসে দিল সে সালাম,
কাছে সরে এসে মৃদু হেসে কয়
ব্যাগ বয়ে দেব কি না মহাশয়?
আরে না না ঐ তো এইটুকু পথ
প্রয়োজন কেন হাতি, ঘোড়া রথ?
নাছোড়বান্দা গেল না সে টুটে
জুটে গেল মোর বৃদ্ধ সে মুটে,
সংসারে তার রুগণ ঘরণী
ভাত নাহি জোটে বড় টানাটানি।
ছেলে-মেয়ে ছিল একদা তাহার,
আপনার জন করিয়াছে পর।
চালাত রিক্সা জোর ছিল যবে
দেহে জোর নেই কী করে সে খাবে?
পনেরোশ টাকা ঘর ভাড়া দেয়,
এক কেজি চাল এক দিন খায়,
রোগেতে পথ্য বিলাসিতা নয়?
হায়রে বিধি কী করে দিন যায়?
বয়স হয়েছে পঞ্চাশ তার
বার্ধক্যতে যেন জরজর,
বকশিশ পেয়ে চোখ উজ্জ্বল,
আঁখি দুটি যেন হলো ছলছল।
কত যে আশিস করে গেল মোরে
দেখিল সে মোরে চোখ দুটি ভরে।
বি.দ্র. স্তবক - ছয় চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৬+৬
লয় - মধ্যম
ছন্দের নাম -মাত্রাবৃত্ত
জ্যান্ত মাছও খাইনি কদিন,
কিনেছি সবজি এক থলে ভরে।
যত কিনি তবু মন নাহি ভরে,
মাছের বাজারে চড়া দাম শুনে
কত টাকা আছে? দেখি গুণে গুণে।
এমন সময়ে তাকে দেখিলাম
সম্মুখে এসে দিল সে সালাম,
কাছে সরে এসে মৃদু হেসে কয়
ব্যাগ বয়ে দেব কি না মহাশয়?
আরে না না ঐ তো এইটুকু পথ
প্রয়োজন কেন হাতি, ঘোড়া রথ?
নাছোড়বান্দা গেল না সে টুটে
জুটে গেল মোর বৃদ্ধ সে মুটে,
সংসারে তার রুগণ ঘরণী
ভাত নাহি জোটে বড় টানাটানি।
ছেলে-মেয়ে ছিল একদা তাহার,
আপনার জন করিয়াছে পর।
চালাত রিক্সা জোর ছিল যবে
দেহে জোর নেই কী করে সে খাবে?
পনেরোশ টাকা ঘর ভাড়া দেয়,
এক কেজি চাল এক দিন খায়,
রোগেতে পথ্য বিলাসিতা নয়?
হায়রে বিধি কী করে দিন যায়?
বয়স হয়েছে পঞ্চাশ তার
বার্ধক্যতে যেন জরজর,
বকশিশ পেয়ে চোখ উজ্জ্বল,
আঁখি দুটি যেন হলো ছলছল।
কত যে আশিস করে গেল মোরে
দেখিল সে মোরে চোখ দুটি ভরে।
বি.দ্র. স্তবক - ছয় চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৬+৬
লয় - মধ্যম
ছন্দের নাম -মাত্রাবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৭/০৮/২০২০ভাল লাগার একটি কবিতা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৮/২০২০Very Beautiful.
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৮/২০২০বেশ!
-
ফয়জুল মহী ২৬/০৮/২০২০চলনসই প্রকাশ