শ্রাবণ রাখি
শ্রাবণ পূর্ণিমার যে রাখির বন্ধন
ভাইয়ের মঙ্গল তরে পরায় তা বোন,
কর্মাবতীর রাখি তো পেয়ে হুমায়ুন
এগিয়ে এসেছিল বাঁচাইতে বোন।
সচী বেঁধেছিল রাখি ইন্দ্রের হস্তে
যার ফলে রাক্ষসেরা যুদ্ধে গেল ভেস্তে,
পাঞ্চালী যে বাঁধিল ক্ষত ভ্রাতা শ্রীকৃষ্ণের,
সন্তোষীকে বাঁধে রাখি পুত গণেশের।
যমুনা পরাল রাখি যমের অজরে,
তাই যম দিল কথা বোনেদের তরে
বোনেরা বাঁধিলে রাখি ভাইদের হাতে,
যম রক্ষাকবচই হবে সেই হতে।
যুগে যুগে বাঁধে রাখি রমণী মর্দরে
বিপদ হতে রক্ষিতে কল্যাণের তরে,
সম্প্রীতির নিদর্শন হয়েছে যে রাখি
ছড়াতে সবার মাঝে রয়েছে তা বাকি।
মানুষে মানুষে ভেদ অশনিসংকেত
অট্টালিকায় থাকে কেউ কেউ অনিকেত,
জাত্যভিমান ও ঘৃণা এনেছে বিষবাষ্প
সমাজের মাঝে তাই এত বিপ্রকর্ষ।
পরাক্রম, ধর্মভেদ যদি চাও নাশ
রাখি বাঁধা হতে পারে বড় এক আশ,
জাতি বর্ণ নির্বিশেষে রাখি বন্ধন
হতে হবে একাকার পূর্ণিমা শ্রাবণ।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৮+৬
লয় - ধীর
ছন্দের নাম -অক্ষরবৃত্ত
ভাইয়ের মঙ্গল তরে পরায় তা বোন,
কর্মাবতীর রাখি তো পেয়ে হুমায়ুন
এগিয়ে এসেছিল বাঁচাইতে বোন।
সচী বেঁধেছিল রাখি ইন্দ্রের হস্তে
যার ফলে রাক্ষসেরা যুদ্ধে গেল ভেস্তে,
পাঞ্চালী যে বাঁধিল ক্ষত ভ্রাতা শ্রীকৃষ্ণের,
সন্তোষীকে বাঁধে রাখি পুত গণেশের।
যমুনা পরাল রাখি যমের অজরে,
তাই যম দিল কথা বোনেদের তরে
বোনেরা বাঁধিলে রাখি ভাইদের হাতে,
যম রক্ষাকবচই হবে সেই হতে।
যুগে যুগে বাঁধে রাখি রমণী মর্দরে
বিপদ হতে রক্ষিতে কল্যাণের তরে,
সম্প্রীতির নিদর্শন হয়েছে যে রাখি
ছড়াতে সবার মাঝে রয়েছে তা বাকি।
মানুষে মানুষে ভেদ অশনিসংকেত
অট্টালিকায় থাকে কেউ কেউ অনিকেত,
জাত্যভিমান ও ঘৃণা এনেছে বিষবাষ্প
সমাজের মাঝে তাই এত বিপ্রকর্ষ।
পরাক্রম, ধর্মভেদ যদি চাও নাশ
রাখি বাঁধা হতে পারে বড় এক আশ,
জাতি বর্ণ নির্বিশেষে রাখি বন্ধন
হতে হবে একাকার পূর্ণিমা শ্রাবণ।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৮+৬
লয় - ধীর
ছন্দের নাম -অক্ষরবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ৩০/০৮/২০২০Valo laglo, priyo kobi
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ৩০/০৮/২০২০Sundor likhche
-
এম. মাহবুব মুকুল ০৭/০৮/২০২০দারুণ!
-
Md. Rayhan Kazi ০৬/০৮/২০২০অনিদ্র লেখনশৈলী
-
আব্দুর রহমান আনসারী ০৫/০৮/২০২০সতত শুভেচ্ছা
-
নীলাঞ্জন চক্রবর্তী ০৪/০৮/২০২০খুব সুন্দর ভাবে অক্ষরবৃত্ত ছন্দের প্রয়োগ করেছেন।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৮/২০২০চমৎকার।
-
মুনজুরুল ইসলাম নাহিদ ০৪/০৮/২০২০সুন্দর উপস্থাপনা
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২০চমৎকার ভাবনায় মার্জিত লিখনী।