ঈদের খুশি
ঈদ এসেছে কোরবানির ঈদ,
মনের মাঝে ত্যাগেরই গীত,
একার খুশি নয়কো খুশি,
সবার খুশিই নিজের খুশি।
বাবা মায়ের একা সন্তান,
নামটা আমার শিলা আমান।
বাবা করে ছোট্ট চাকরি
মা তো করে দরজিগিরি
সাধ্যমতো চেষ্টা আমার
দুখির মনে হর্ষ আনার,
কোরবানির ঈদ কাটলে নিশি
দুখির মনে দেব হাসি।
দুটো জামা পেলাম ঈদে
একটা দিলাম কুলসুম নিদে
আমাদের যে ছুটা বুয়া
নিদ হলো তো তার তনয়া।
নতুন লুঙ্গি মাকে বলে
রিক্সা ভাইকে দিলাম তুলে,
যার রিক্সাতে ইস্কুলে যাই
সেই হলো যে মোর রিক্সা ভাই।
বাসার ধারে চা বিক্রেতা
মনটা তার খুব সাদাসিধা,
চাচা বলি তাকে মানি,
নতুন জামা দিলাম আনি।
কোরবানি তো সাত ঘর মিলে
একটা গরু দুই ছাগলে,
মায়ে রাঁধবে বিরিয়ানি
দেব দীনে ডেকে আনি।
হিন্দুবন্ধু আছে কয়জন,
তাদের জন্য খাসি রন্ধন,
সেমাই, পায়েস সবাই খাবে
ঈদের খুশি সবার হবে।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত
মনের মাঝে ত্যাগেরই গীত,
একার খুশি নয়কো খুশি,
সবার খুশিই নিজের খুশি।
বাবা মায়ের একা সন্তান,
নামটা আমার শিলা আমান।
বাবা করে ছোট্ট চাকরি
মা তো করে দরজিগিরি
সাধ্যমতো চেষ্টা আমার
দুখির মনে হর্ষ আনার,
কোরবানির ঈদ কাটলে নিশি
দুখির মনে দেব হাসি।
দুটো জামা পেলাম ঈদে
একটা দিলাম কুলসুম নিদে
আমাদের যে ছুটা বুয়া
নিদ হলো তো তার তনয়া।
নতুন লুঙ্গি মাকে বলে
রিক্সা ভাইকে দিলাম তুলে,
যার রিক্সাতে ইস্কুলে যাই
সেই হলো যে মোর রিক্সা ভাই।
বাসার ধারে চা বিক্রেতা
মনটা তার খুব সাদাসিধা,
চাচা বলি তাকে মানি,
নতুন জামা দিলাম আনি।
কোরবানি তো সাত ঘর মিলে
একটা গরু দুই ছাগলে,
মায়ে রাঁধবে বিরিয়ানি
দেব দীনে ডেকে আনি।
হিন্দুবন্ধু আছে কয়জন,
তাদের জন্য খাসি রন্ধন,
সেমাই, পায়েস সবাই খাবে
ঈদের খুশি সবার হবে।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০১/০৮/২০২০ঈদ মোবারক।
-
পি পি আলী আকবর ০১/০৮/২০২০ঈদ মোবারক
-
এম. মাহবুব মুকুল ৩১/০৭/২০২০ঈদ আনন্দ সবার আনন্দ।
-
ফয়জুল মহী ৩১/০৭/২০২০নান্দনিক লেখনী ।