শিশুর স্বপ্ন
আমরা শিশু মানুষ হব,
দেশের তরে কাজ করব।
লেখা-পড়া শিখব মোরা,
কাজের দ্বারা গড়ব ধরা।
জ্ঞান সাধনায় ব্রতী হব,
বড় হয়ে জ্ঞান বিলাব।
দেশের সেবা করব মোরা,
দেখব ঘুরে গ্রহ-তারা।
পথটা ধরি মহৎ জনের
দেব হাসি দুখি মনের
ভালো কাজের সুযশ গাব,
মন্দ হতে দূরে রব।
খেলা ধুলায় অংশ নেব,
সুস্থ মনের শরীর গড়ব।
শিল্প কলার চর্চা করব,
আনন্দে মন ভরে রাখব।
অসত্যরে কহিব না
অন্যায় মোরা করিব না,
পরের ক্ষতি ভাবিব না
পাপকে মনে ধরিব না।
হব না যে ভেকধারী
করব না তো বাবুগিরি,
ছলচাতুরী ভদ্রবেশে!
নিন্দা করব শালীনবেশে।
পরের ক্ষতি করে যারা
নর কখনো হয় কি তারা?
স্বপ্ন দেখি মানুষ হব,
দশের দেশের মঙ্গল করব।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত
দেশের তরে কাজ করব।
লেখা-পড়া শিখব মোরা,
কাজের দ্বারা গড়ব ধরা।
জ্ঞান সাধনায় ব্রতী হব,
বড় হয়ে জ্ঞান বিলাব।
দেশের সেবা করব মোরা,
দেখব ঘুরে গ্রহ-তারা।
পথটা ধরি মহৎ জনের
দেব হাসি দুখি মনের
ভালো কাজের সুযশ গাব,
মন্দ হতে দূরে রব।
খেলা ধুলায় অংশ নেব,
সুস্থ মনের শরীর গড়ব।
শিল্প কলার চর্চা করব,
আনন্দে মন ভরে রাখব।
অসত্যরে কহিব না
অন্যায় মোরা করিব না,
পরের ক্ষতি ভাবিব না
পাপকে মনে ধরিব না।
হব না যে ভেকধারী
করব না তো বাবুগিরি,
ছলচাতুরী ভদ্রবেশে!
নিন্দা করব শালীনবেশে।
পরের ক্ষতি করে যারা
নর কখনো হয় কি তারা?
স্বপ্ন দেখি মানুষ হব,
দশের দেশের মঙ্গল করব।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২১/০৭/২০২০অনেক ভালো লাগলো শুভকামনা রইলো প্রিয়।
-
Rabia Onti ২০/০৭/২০২০খুব সুন্দর
-
রূপক কুমার রক্ষিত ২০/০৭/২০২০খুব সুন্দর। শুভকামনা।
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২০/০৭/২০২০অতি চমৎকার ।
-
ফয়জুল মহী ১৯/০৭/২০২০খুবই সুন্দর লিখেছেন।
ভীষণ ভালো লাগলো